• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বারো জনের পাকিস্তান দল ঘোষিত

প্রথম একাদশ ম্যাচের সময় ঠিক হবে। বিশেষ করে দেখতে গেলে, পাকিস্তান দলে তারুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বারোজনের দল ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Photo: SNS)

আজ মহারণে নামার আগেই বারোজনের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। প্রথম একাদশ ম্যাচের সময় ঠিক হবে। বিশেষ করে দেখতে গেলে, পাকিস্তান দলে তারুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বারোজনের দল ঘোষণা করা হয়েছে।

তবে এই দলে জায়গা পাননি প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু শোয়েব মালিক ও মহম্মদ হাফিজকে দলে রাখা হয়েছে।

ঘোষিত বারোজনের দলটি হল: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাকহার জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ ও হায়দার আলি।