৩০ মে থেকে শুরু হওয়া ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রতিযােগিতার জন্য অংশগ্রহণকারী প্রতিটা দলই আস্তে আস্তে তাদের দল ঘােষণা করে দিয়েছে। বৃহস্পতিবার আসন্ন বিশ্বকাপ প্রতিযােগিতার জন্য পাকিস্তান দল ঘােষণা করা হবে, মঙ্গলবার পাক ক্রিকেট বাের্ডের প্রধান ইনজামাম উল হক এমন কথাই জানিয়ে দিলেন। এবং ঘােষিত দলে দু’জন রিজার্ভ খেলােয়াড়কেও রাখা হবে। সূত্রের খবর অনুযায়ী, ‘বৃহস্পতিবার পাক ক্রিকেট বাের্ডের প্রধান ইনজামাম এবং পাক দলের কোচ মিকি আর্থারের সঙ্গে আলােচনা হওয়ার পর দল ঘােষণা করা হবে। মিটিংয়ে উপস্থিত থাকছেন পাক অধিনায়কও। এবং দলের ক্রিকেটাররা বেশিরভাগ চোটের মধ্যে রয়েছেন সেখানে দল নির্বাচন করাটা কিছুটা চাপের মধ্যে রয়েছে পাক বাের্ডের কাছে।’ পাশাপাশি বলে রাখা ভালাে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রাখা হতে পারে মহম্মদ নওয়াজ এবং মহম্মদ হাসনিনকে। তবে, আরাে একটা ব্যাপার উঠে আসছে সেটা হল পাক দলের দুই ওপেনারের মধ্যে ফাকহার জামান এবং ইমাম-উল-হক রয়েছে। সেখানে দলের তৃতীয় ওপেনার হিসাবে কাকে বেছে নেওয়া হবে সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। তৃতীয় ওপেনার হিসাবে দলে ঢােকার ক্ষেত্রে লড়াই হতে পারে আবিদ আলি এবং হ্যারিস সােহেলের মধ্যে। তবে শােনা যাচ্ছে আবিদ আলি চলতি সপ্তাহে ফিটনেস পরীক্ষায় পাস হতে পারেনি। তাই তিনি দলে জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়তে পারে কিন্তু তার চলতি পারফরমেন্সের ধারাবাহিকতার কথাটাও মাথায় রাখছেন পাক নিবাচকরা।