• facebook
  • twitter
Monday, 20 January, 2025

স্পিনারদের দাপটে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল পাকিস্তান

পাকিস্তানের তিন স্পিনাররা প্রথম ইনিংসে ১০ উইকেট নেন। সাজিদ খান নেন ৪ উইকেট। নতুন বলে তিনিই বোলিং শুরু করেছিলেন। নোমান নেন ৫ উইকেট।

ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩০ রান তুলেছিল পাকিস্তান। ৮৪ রান করেন সাউদ শাকিল। মহম্মদ রিজওয়ান করেন ৭১ রান। দলের প্রথম চার ব্যাটসম্যানই রান পাননি। অধিনায়ক শান মাসুদ ১১ রান করেন। বাবর আজম মাত্র ৮ রান করেন। তা সত্ত্বেও বোলারদের দাপটে পাকিস্তান ম্যাচে ফিরে আসে। পাকিস্তানের তিন স্পিনার সাজিদ খান, আবরার আহমেদ এবং নোমান আলি মিলে এক টেস্টে ২০টি উইকেট তুলে নিলেন। তাঁদের দাপটেই ১২৭ রানে জিতল পাকিস্তান। মুলতানে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে তাদের লাগল মাত্র তিন দিন।

পাকিস্তানের তিন স্পিনাররা প্রথম ইনিংসে ১০ উইকেট নেন। সাজিদ খান নেন ৪ উইকেট। নতুন বলে তিনিই বোলিং শুরু করেছিলেন। নোমান নেন ৫ উইকেট। আবরার নেন একটি উইকেট। এক মাত্র পেসার খুরাম শাহজাদ মাত্র একটি ওভার বল করেন। তিনি কোনও উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায় ১৩৭ রানে। নিজেরা ২৩০ রানে শেষ হলেও ৯৩ রানে লিড পেয়ে যায় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আবার ব্যর্থ হয়। মাত্র ১৫৭ রান করে তারা। অধিনায়ক মাসুদ ওপেন করতে নেমে ৫২ রান করেন। অন্য ওপেনার মুহম্মদ হুরাইরা ২৯ রান করেন। বাবর ৫ রান করে আউট হয়ে যান। কামরান ঘুলাম করেন ২৭ রান। সেই ইনিংসে ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকান একাই ৭ উইকেট নেন। তিনি প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ২৫১ রান। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার মিলে ১২৩ রানেই শেষ করে দেয় ক্যারিবিয়ান বাহিনীকে। পাঁচ উইকেট নেন সাজিদ। আবরার নেন চারটি। একটি উইকেট নেন নোমান। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অ্যালিক অ্যাথানেজ ৫৫ রান করেন। কিন্তু ম্যাচ জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বাকি ব্যাটসম্যানরা তাঁকে সাহায্যও করতে পারেননি।