শুরু থেকেই নীরজ চোপড়ার আদর্শকে মেনে চলতেন। টোকিও’র আসরে নীরজ সােনা জয় করতেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। কিন্তু পরে সেই টুইট মুছে দেন। আর এই নিয়েই তােলপাড়া গােটা নেট মাধ্যম।
পাকিস্তানের জ্যাভলিন গ্রোয়ার আর্শাদ ফাইনালে নীরজের প্রতিপক্ষ হিসাবে পঞ্চম স্থানে শেষ করেছিলেন। নীরজকেই তিনি আদর্শ মেনে চলতেন। নীরজ সােনা জেতার আর্শাদ টুইট করেছিলেন, সােনা জেতার জন্য আমার আদর্শ নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। দুঃখিত পাকিস্তান, আমি তােমাদের পদক জয় করে এনে দিতে পারলাম না।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই টুইট মুছে দেন আর্শাদ। শুধু আগের টুইটের প্রথম অংশটি পােস্ট করেন। নতুন টুইটে নিজেরে দেশের কাছে ক্ষমতা চাওয়ার বিষয়টি ছিল না।
নেট মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত পেশ করেছে এই ব্যাপারটি নিয়ে। এবং দু’দেশের মধ্যে চাপানউতােরের ব্যাপারটাও সকলের সামনে তুলে ধরেছেন অনেকে।