খােলামেলা সম্পর্ক বিরাটদের বড় হাতিয়ার

অনুশীলনে মত্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Photo: IANS)

দেখতে দেখতে তেরােটা আইপিএল ক্রিকেট হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলির হাতে খেতাব জয়ের ট্রফি শােভা পায়নি। অর্থাৎ খেতাব অধরা থেকে গেছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালাের দলের কাছে।

এবারে খেতাব জয়ের লক্ষে বিরাটরা বড় ভূমিকা নিতে চাইছেন। গতবারে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে ভালাে পারফরমেন্স দেখাতে না পারলেও এই মরশুমে ১৪ কোটি টাকার বিনিময়ে ম্যাক্সওয়েলকে কিনেছে আরসিবি।

তাই অনুশীলন শিবিরে সব খেলােয়াড়রা খােলা মনে নিজেদের মধ্যে সম্পর্কটা নিবিড় করে নিতে চাইছেন। তারই ছবি দেখতে পাওয়া গেল গ্লেন ম্যাক্সওয়েল ও যজুবেন্দ্র চাহালের মধ্যে ফুরফুরে মেলামেশায়। আলাপচারিতায় তারা মজা করতে থাকেন।


বােলার চাহাল হাসতে হাসতে জিজ্ঞাসা করেন দুই মাসের অনুশীলনে কটা ক্যাচ ধরেছেন ম্যাক্সওয়েল। তৎক্ষণাত উত্তর, অনেকগুলাে। এবারে ম্যাক্সওয়েল প্রশ্ন করেন আমার বলে ক’টা ক্যাচ ধরবে? চাহালের উত্তর, একটা ম্যাক্সওয়েল এবার বলেন, একটাও পারবে না।

এবারে হাসতে হাসতে তিনি বলেন, চাহাল তুমি তাে অনুশীলন শিবির বদলে দিয়েছে যাতে আমাকে বল করতে না হয়। তবে দলের অধিনায়ক বিরাট কোহলির বড় অপেক্ষা এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হবার সুযােগটা একবারের জন্যে এলাে না।

গতবারে চতুর্থ স্থানে খেলা শেষ করতে হয়। এবারে বিরাট কোহলির পাশে বড় ভরসার নাম এবি ডিভিনিয়ার্স। কিছু প্রতিভা রয়ে যারা যেকোনও সময়ে ম্যাচের চরিত্র বদলে দিতে পারেন।

মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ওনভদীপসাইনিরা যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ব্যাটে-বলে খেলােয়াড়রা ঝড় তুলে দলের জয় এনে দিতে বড় ভূমিকা নেবেন। তারা স্বপ্ন দেখার জন্যে অপেক্ষায়।