মেসির কাছে ক্ষমা চাইলেন ওমার

লায়োনেল মেসি। ফাইল চিত্র

কিছুদিন আগে আর্জেন্টিনা হার স্বীকার করে প্যারাগুয়ের কাছে। অনেকেই ভাবতে পারেনি যে দলে তারকা খেলোয়াড় লিওনেল মেসি রয়েছেন, সেই দল হারতেই পারে না। কিন্তু তার উল্টোটাই দেখতে পাওয়া গেল। প্যারাগুয়ে দুরন্ত ফুটবল খেলে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে। খেলা শুরুর আগে থেকেই ম্যাচের উত্তাপ বাড়ছিল। প্যারাগুয়ে ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছিল, তাদের দেশের কোনও সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না। খেলা শেষেও উত্তাপ থামেনি।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে প্যারাগুয়ে। সেই ম্যাচে গ্যালারি থেকে মেসির দিকে বোতল ছোড়া হয়েছে। এই ঘটনার পরে ক্ষমা চেয়েছেন প্যারাগুয়ের ফুটবলার। খেলা শেষে মেসি যখন মাঠ ছাড়ছিলেন তখন গ্যালারি থেকে বেশ কয়েকটি বোতল মেসির কাছে গিয়ে পড়ে। পরিস্থিতি দেখে মেসিকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বিষয়টি ভাল ভাবে নেননি প্যারাগুয়ের ফুটবলার ওমার আলদেরেত। খেলা শেষে ক্ষমা চেয়েছেন তিনি।