• facebook
  • twitter
Friday, 28 March, 2025

সব দায়িত্ব তুলে দেওয়া হল পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ডের কাছে

মোহনবাগানে ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

প্রতিনিধিত্বমূলক চিত্র

মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলারদের পাখির চোখ আইএসএল ফুটবলের কাপ জেতা। তার জন্য কোচ হোসে মোলিনা খেলোয়াড়দের নানা বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন, কীভাবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করতে হবে। সবারই জানা আছে, প্রথম ছয়ের দলগুলির মধ্যে পয়েন্টের খতিয়ানে লিগ টেবলে সেরা হয়ে মোহনবাগান লিগ-শিল্ড খেতাব জিতে নিয়েছে। আর রানার্স আপ দল হয়েছে এফসি গোয়া। মোহনবাগান ও গোয়া দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই এই দুই দলের কাছে ফাইনালে খেলার আগে অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে। চার দলের মধ্যে কোন কোন দল শেষ চারে খেলার ছাড়পত্র পাবে, তা এখনই বলা যাচ্ছে না।

সেই কারণেই হয়তো মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, অত্যন্ত কঠিন লড়াই কাপ জেতার লক্ষ্যে। কিন্তু কোচ যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতে আশা করা যেতেই পারে সেই লক্ষ্যে আমরা বাজিমাত করবই। তাহলে ভারতের একমাত্র দলের নাম হবে লিগ-শিল্ড জয়ের পরে কাপ চ্যাম্পিয়ন হওয়া। সচিব আরও বলেন, মোহনবাগান এমন একটা দল, যারা ইতিহাস রচনা করতে জানে। স্বাধীনতার আগে থেকেই সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে মোহনবাগান।

সমর্থকদের আবেগ এবং ভালোবাসায় প্রতিটি ফুটবলার লড়াকু মনোভাব নিয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন। আর মোহনবাগান এমনএকটা শৃঙ্খলাপরায়ণ দল, সবসময় তারা আত্মবিশ্বাসে ভরপুর থাকে। পরিবারের আপনজন হিসেবে একে অপরকে দেখে এগিয়ে যাওয়ার সাহস পায়। এদিকে মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে ময়দান। একদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত গোষ্ঠী আর অন্যদিকে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু গোষ্ঠী। দুই গোষ্ঠী সম্মুখ সমরে।

নির্বাচনী আবহাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। তারই মধ্যে বৃহস্পতিবার নির্বাচনের দায়িত্ব দিয়ে দেওয়া হল পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ডের কাছে। যার নেতৃত্ব দেবেন প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়। এবাদেও এই কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি। এঁরা হলেন শৌভিক মিত্র, অভিষেক সিংহ ও বিশ্বব্রত বসুমল্লিক এবং অনুপকুমার মণ্ডল। এঁরা প্রত্যেকেই মোহনবাগান ক্লাবের সদস্য। এই নির্বচনী কমিটির সদস্যরাই নির্ধারিত করবেন কবে ও কীভাবে নির্বাচন পরিচিালিত হবে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নির্বাচনী বোর্ড গঠন করা নিয়ে বলেন, এদিন থেকেই সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হল এই কমিটির কাছে। এই নির্বাচন কমিটির নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী তৎপরতা বেড়ে গেল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিরোধী গোষ্ঠীর নেতা প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বলেন, এই কমিটির উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত করতে পারবেন।

News Hub