ঋষভ পন্থকে নিয়ে এখন চিন্তা

বেঙ্গালুরু— উইকেটরক্ষক ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় দলের শিবিরে একটা বড চিন্তা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে মাঠে নামেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনে উইকেট কিপিংয়ের সময় চোট পেয়েছিলেন ঋষভ। তারপরে তিনি আর খেলতে নামেননি। পরবর্তী সময়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রানের জন্যে শতরান করা থেকে বঞ্চিত হোন ঋষভ পন্থ। সেই ঋষভ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার উইকেট কিপিং করতে মাটে আসেননি। তাই সবার কাছে প্রশ্ন উঠছে তাহলে কী পুনের মাঠে দ্বিতীয় টেস্টে ঋষভকে দলে রাখা হবে? এই বিষয়ে মুখ খোলেন অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত বলেন, ঋষভ পন্থকে নিয়ে অবশ্যই চিন্তা আছে। একটা বড় দুর্ঘটনা থেকে ফিরে এসেছেন ঋষভ। দলের জন্যে অবশ্যই প্রয়োজন ঋষভকে। কিন্তু কোনও সময়ে ঝুঁকি নিতে রাজি নই ঋষভের ব্যাপারে। ঋষভ যখন ব্যাট করছিলেন, তখন ওঁকে সাবলীল দেখতে পাওয়া যায়নি। দৌড়াতে সমস্যা হচ্ছিল। দৌড়োতে সাহস পাচ্ছিলেন না। তাই বড় শট মেরে বল গ্যালারিতে পাঠাতে চেষ্টা করছিলেন। তাই দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দিলে অবাক হওয়ার কোনও কারণ নেই। তাই ঋষভের জন্যে আমাদের সতর্ক থাকতেই হবে। চোট নিয়ে খেলা কখনই সহজ নয়। উইকেটরক্ষা করতে গেলে হাঁটু ভাঙতে হবে। তাই ঋষভও ভেবেছেন বিশ্রাম নিয়ে নিজেকে পুরোপুরি সুস্থ করে নেওয়া।