এখন হতাশায় প্রলেপ দেওয়ার চেষ্টা ভারতীয় ক্রিকেট দলের

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দলের শোচনীয় হারের পরে ক্রিকেটাররা বেশ ভেঙে পড়েছেন। কিন্তু এই ক্ষত কীভাবে প্রলেপ দেওয়া যায় তার ভাবনা রয়েছে বিসিসিআইয়ের কর্মকর্তাদের। ক্রিকেটাররা দেশে আসার পরে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন। তারপরেই খেলতে নামবেন ক্রিকেটাররা একদিনের ম্যাচে। আর ফেব্রুয়ারি মাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে।

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অংশগ্রহণকারী দলের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে ১২ জানুয়ারির মধ্যে। তবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই তালিকায় খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এবার দলগুলি ঠিক করবে যে তারা এখনই স্কোয়াড ঘোষণা করবে, নাকি নয়। আইসিসি’র পক্ষ থেকে ১৩ ফেব্রুয়ারি প্রতি দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে। সেই দিক থেকে দেখতে হলে আর এক মাস পাঁচ দিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়দের নাম জানা যাবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন চিন্তায় আছে কীভাবে দল গঠন করা হবে।

তবে অনেকেই ভাবছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় নতুন মুখদের সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এমনকি অধিনায়ক বদল করার ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যশপ্রীত বুমরার নামটা নিয়ে আলোচনা হবে। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পরই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল গঠন করা হবে। তবে কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের কাছে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দল যেভাবে হার স্বীকার করেছে, তা খুবই লজ্জার। এই হতাশা থেকে কীভাবে ভারতীয় ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে— সেটাই দেখার বিষয়।