• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

গুরপ্রীতকে জবাব মোহনবাগানের

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পরেই গোলরক্ষক বিশাল কাইথকে উদ্দেশ্য করে গুরপ্রীত সিং সান্ধু নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন 'এটাই পার্থক্য'।

জাতীয় দলের হয়ে সাম্প্রতিক কালে গুরপ্রীতের পারফরম্যান্স ভালো না হওয়ার ফলে কোচ মানালো মার্কেজ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন গুরপ্রীতকে। তার পরিবর্তে জাতীয় দলে আনা হয় এবারের আইএসএলে ২৩ ম্যাচে ১৪ টি ক্লিনশিট রাখা বিশাল কাইথকে। যদিও মঙ্গলবার বাংলাদেশের সাথে খেলায় তিনটি মারাত্মক ভুল করে ফেলেন বিশাল। বাংলাদেশ সেই ভুল থেকে লাভ না ওঠাতে পারলেও, ভারত কিন্তু খেলাটি জিততে পারেনি।

মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পরেই গোলরক্ষক বিশাল কাইথকে উদ্দেশ্য করে গুরপ্রীত সিং সান্ধু নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন ‘এটাই পার্থক্য’। কথাটি সরাসরিভাবে না বললেও বুঝতে অসুবিধা হয়না যে ইঙ্গিতটা ছিল বিশাল কাইথের দিকেই। এবার সান্ধুর পাল্টা জবাব আসল মোহনবাগানের তরফ থেকে। সমাজমাধ্যমে নিজেদের পেজে বৃহস্পতিবার বিশাল কাইথের একটা ভিডিও ছেড়ে মোহনবাগান লেখে, ‘বহুত জাদা ডিফারেন্স হ্যায়’ (অর্থাৎ, অনেক বেশি পার্থক্য আছে)। সেখানে দেখে গেছে আইএসএলে বিশালের একাধিক সেভের সব মুহূর্ত। ভিডিওটি মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। বোঝাই যাচ্ছে যে, গুরপ্রীতের এই উক্তি ভালোভাবে নেয়নি মোহনবাগান শিবির এবং আরো অনেক সমর্থক।