• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ওকে আর কেউ কিনবেই না!’ অশ্বিনকে তোপ সহবাগের

দিল্লি– আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে উপরে রয়েছে রাজস্থান রয়্যালস৷ সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালরা ব্যাটে দুরন্ত পারফরম্যান্স করছেন৷ অন্যদিকে যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা৷ সেই তুলনায় কিছুটা অফ ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমত চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ৷ রাজস্থান দলের হয়ে ৯ ম্যাচে ১৩

দিল্লি– আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে উপরে রয়েছে রাজস্থান রয়্যালস৷ সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালরা ব্যাটে দুরন্ত পারফরম্যান্স করছেন৷ অন্যদিকে যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা৷ সেই তুলনায় কিছুটা অফ ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমত চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ৷

রাজস্থান দলের হয়ে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন চাহাল৷ পার্পল ক্যাপের দৌড়েও আছেন তিনি৷ সেখানে ৮ ম্যাচে অশ্বিন পেয়েছেন মাত্র ২ উইকেট৷ আবেশ খান, কুলদীপ সেন, নান্দ্রে বার্গাররা বেশি উইকেট পেয়েছেন রাজস্থানের হয়ে৷ কয়েকটি ম্যাচে ভারতীয় স্পিনারকে আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল৷ সেখানেও সফল হতে পারেননি অশ্বিন৷ সব মিলিয়ে চলতি আইপিএল তাঁর কাছে দুশ্চিন্তার হয়ে উঠছে৷

অশ্বিনের দুরবস্থা নিয়ে সমালোচনা করার সুযোগ ছাড়েননি শেহওয়াগ৷ তিনি বলেন, “কুলদীপ যাদব, চাহালরা উইকেট পাচ্ছে৷ কিন্ত্ত অশ্বিন ভাবছে অফ স্পিন করলে মার খাব, তাই শুধু ক্যারম বল করব৷ ও অফ স্পিন বা দুসরা করলে উইকেট পেত৷ যদি ওর পরিসংখ্যান ভালো না হয়, তাহলে হয়তো পরের বছর ওকে নিলামে কেউ কিনতে চাইবে না৷”

আইপিএলে ব্যাটারদের শাসন নিয়েও মন্তব্য করেছিলেন অশ্বিন৷ বোলারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে উঠছে বলেই তাঁর মত৷ সেই প্রসঙ্গে শেহওয়াগ বলেন, “এটা ওর নিজস্ব মানসিকতা৷ হয়তো ওর দল থেকেও বলেছে রান আটকাতে৷ কিন্ত্ত সব টিমই চায় বোলাররা উইকেট তুলুক৷ এভাবে চললে অশ্বিন ভবিষ্যতে কোনও দলই পাবে না৷”