‘পাকিস্তান সন্ত্রাস না থামালে দ্বিপাক্ষিক সিরিজ নয়’ স্পষ্ট বার্তা জয়শংকরের

বিদেশমন্ত্রী এস জয়শংকর (File Photo: IANS)

দিল্লি– ভারতীয় সময় অনুযায়ী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ৷ ৯ জুন নিউ ইয়র্কে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ভারত ও পাকিস্তান৷ সাধারণত আইসিসি প্রতিযোগিতাতেই দেখা হয় দুই প্রতিবেশী দেশের৷ কিন্ত্ত দ্বিপাক্ষিক কোনও প্রতিযোগিতা কি হবে তাদের মধ্যে? সেই সম্ভাবনা একপ্রকার উড়িয়েই দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ পাকিস্তান শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল ২০১২ সালে৷ একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছিল মিসবা-উল-হকের দল৷ ড্র হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ৷ যদিও মুম্বইয়ের তাজ হামলার পর থেকে ভারত প্রতিবেশী দেশে যায়নি৷ এমনকি পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা খেলতেও নারাজ বিসিসিআই৷ সম্প্রতি এশিয়া কাপের ভেনু্যবদল করতে হয়েছে সেই কারণে৷

কিন্ত্ত দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না জয়শংকর৷ পাকিস্তান সন্ত্রাসবাদ না থামালে সিরিজে আপত্তি জানিয়েছেন বিদেশমন্ত্রী৷ তিনি বলেন, “পাকিস্তানকে বর্ডারে সন্ত্রাসবাদ থামাতেই হবে৷ নাহলে দুদেশের মধ্যে কোনও সিরিজ হবে না৷ যে আপনার ক্ষতি করবে, তাঁকে কি আপনি বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ করবেন? এখানেও একই যুক্তি প্রযোজ্য৷”

সেই সঙ্গে তাঁর সংযোজন, “নরেন্দ্র মোদির জমানায় জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা অনেক কমেছে৷ কিন্ত্ত এখনও সেখানে বন্দুকের আওয়াজ থামেনি৷ ভারতের বড় অংশের ক্রিকেটভক্তই পাকিস্তানের সঙ্গে সিরিজের পক্ষে নেই৷ একইভাবে আইপিএলেও তারা পাকিস্তানি ক্রিকেটারদের দেখবে চাইবে না৷” গত বছরের বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রীতিমতো পরু্যদস্ত করে রোহিত শর্মার দল৷ অন্যদিকে ২০১৫-র পর কোনও পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেখা যায়নি৷