• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অলিম্পিক শুরুর আগে ভারত থেকে আইওসি-তে নির্বাচিত নীতা আম্বানি

নিজস্ব প্রতিনিধি:  আগামী শুক্রবার প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান৷ তার আগে বুধবার প্যারিসে আইওসি-র ১৪২তম সম্মেলনে ফের আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি৷ ১০০ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন তিনি৷ এর আগে ২০১৬ সালে নীতা আম্বানি অলিম্পিক গেমসে প্রথম আইওসি সদস্য হিসাবে যোগদান করেন৷ এরপর থেকে তিনি টানা এই সদস্যপদ ধরে

নিজস্ব প্রতিনিধি:  আগামী শুক্রবার প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান৷ তার আগে বুধবার প্যারিসে আইওসি-র ১৪২তম সম্মেলনে ফের আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি৷ ১০০ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন তিনি৷
এর আগে ২০১৬ সালে নীতা আম্বানি অলিম্পিক গেমসে প্রথম আইওসি সদস্য হিসাবে যোগদান করেন৷ এরপর থেকে তিনি টানা এই সদস্যপদ ধরে রেখেছেন৷ যা অব্যাহত থাকল প্যারিস অলিম্পিক্সের আগেও৷

আইওসি-র সদস্য হিসেবে ভারতে ক্রীড়াক্ষেত্রে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন মুকেশ পত্নী৷ ভারত থেকে পুনরায় আইওসি সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পরে নীতা আম্বানি বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত৷ আমি প্রেসিডেন্ট বাখ এবং আইওসি-তে আমার সমস্ত সহকর্মীদের আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই৷ এই পুনর্নির্বাচন শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইল ফলক নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিও বটে৷ আমি এই আনন্দ এবং গর্বের মুহূর্ত প্রত্যেক ভারতীয়ের সঙ্গে ভাগ করে নিতে চাই৷ ভারত এবং সারা বিশ্বে অলিম্পিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমি উন্মুখ৷’

উল্লেখ্য, খেলাধুলায় বরাবরই উৎসাহী নীতা আম্বানি৷ রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশে অলিম্পিক স্পোর্টসে উৎসাহ দিচ্ছেন৷ দেশে ফুটবলের উন্নতিতেও কাজ করছেন৷ তাঁর উদ্যোগেই ২০২৩ সালের অক্টোবর মাসে প্রায় ৪০ বছর পরে প্রথম মুম্বইয়ে আয়োজিত হয় আইওসি অধিবেশন৷ পরবর্তী অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতেও রয়েছে নীতার অবদান৷