বাংলার মেয়েরা সিনিয়র জাতীয় ভলিবলে দারুন সাফল্য তুলে আনল দীর্ঘদিন বাদে। এই প্রতিযোগিতায় বাংলার দুরন্ত খেলার কাছে হার স্বীকার করল তামিলনাড়ু। বাংলা মেয়েরা ৩-১ গেমে তামিলনাড়ুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব দেখাল।
প্রথম সেট বাংলার মেয়েরা জিতলেও পরের সেটটি জিতে নেয় তামিলনাড়ু। পরের দুটো সেট জিতে বাংলার মেয়েরা তুলে নিল ব্রোঞ্জ। বাংলার এই সাফল্যের পেছনে অবশ্যই এই কৃতিত্বে বড় ভুমিকা নিয়েছিলেন অনন্যা রাই, জুঁই সাউ, দিশা ঘোষ, দেবাংশু তেওয়ারি। খেলার শেষে কোচ বিশ্বজিত ঘোষ বলেন, বাংলা মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে খেলতে থাকেন।
যার ফলে প্রতিপক্ষ তামিলনাড়ু বেশ চাপে পড়ে গিয়েছিলেন। বাংলার মেয়েদের দাপটের কাছে প্রতিপক্ষ দল সেইভাবে কঠিন প্রতিরোধ গড়ে তুলেতে পারেনি। বাংলার মেয়দের এই কৃতিত্বকে কুর্নিশ করতে হবে।
গত পাঁচ বছর ধরে জাতীয় ভলিবল প্রতিযোগিতা বন্ধ ছিল। যেহেতু অ্যাডহক কমিটি দ্বারা ভলিবল ফেডারেশন পরিচালিত হচ্ছে। তাই দীর্ঘদিন পরে খেলতে নেমেও বাংলার মেয়েরা দেখিয়ে দিলেন অন্যান্য রাজ্যের তুলনায় কোথাও পিছিয়ে নেই। এই দলের মাত্র তিনজন চাকরি করে। অন্য খেলোয়াড়রা উঠে এসেছেন একেবারে গরিব পরিবার থেকে। তাঁরা আশা করছেন সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের রাজ্য সরকার চাকরি দিয়ে তাঁদের উৎসাহিত করেছেন, ঠিক সেইভাবে রাজ্য সরকার যদি ব্রোঞ্জ জয়ী খেলোয়াড়দের প্রতি নজর দেন তাহলে তাঁরাও উৎসাহিত হবেন।
সহকারী কোচ প্রসেনজিত দত্ত বলেছেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস না থাকলে এবার হয়তো বাংলা দল জয়পুর আসতে পারতো না। তিনি বিশেষ উদ্যোগ নিয়ে বাংলা দলকে জয়পুরে পাঠানোর সবরকম ব্যবস্থা করেন। তাই বাংলার মেয়েদের এই সাফল্য যেটুকু পেয়েছে তাতে ক্রীড়ামন্ত্রীর অবদানকে কোনও ভাবেই ভোলা যাবে না। রাজ্য ভলিবল সংস্থার সচিব পল্টু রায় চৌধুরী ব্রোঞ্জ জয়ী ভলিবল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।