ডায়মন্ড হারবার এফসি’র নরহরি দ্রুতগামী গোল করার রেকর্ড গড়লেন

আইলিগ-৩ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ডায়মন্ড হারবার এফসি ৩-০ গোলে হারিয়ে দিল গাজিয়াবাদ এফসি’কে। খেলার শুরু থেকেই ডায়মন্ড হারবারের ফুটবলাররা দুরন্ত গতিতে আক্রমণ গড়ে তোলে গাজিয়াবাদের বিরুদ্ধে। খেলার ১০ সেকেন্ডের মাথায় গোল করেন সাংসদ অভিষেক ব্যানার্জির ক্লাবের ফুটবলার নরহরি শ্রেষ্ঠা। সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন নরহরি। তিনি ভেঙে দিলেন আইএম বিজয়নের রেকর্ডকে। ১৯৯৯ সালের সাফ কাপ ফুটবলে ভুটানের বিরুদ্ধে মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল করে নজির গড়েছিলেন ভারতের অধিনায়ক আইএম বিজয়ন। সেই রেকর্ডকে ভেঙে দিলেন নরহরি শ্রেষ্ঠা। নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচে সারাক্ষণই প্রাধান্য দেখিয়ে খেলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বিরতির আগেই ডায়মন্ড হারবারের ব্যবধান বাড়িয়েছেন জোভি জাস্টিন। খেলার প্রথমার্ধে ডায়মন্ড হারবার ২-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয় পর্বে আবার খেলা শুরু হতেই দাপট দেখাতে শুরু করে ডায়মন্ড হারবারের ফুটবলাররা। খেলার ৫৭ মিনিটের মাথায় ডায়মন্ডহারবারের হয়ে মহেশ খোসলা তৃতীয় গোলটি করেন। নরহরির রেকর্ডকে প্রশংসা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন।