সােমবার ঘােষিত টেনিস র্যাঙ্কিংয়ে মেয়েদের তালিকায় সিমােনা হালেপকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এলেন নাওমি ওসাকা। রোমানিয়ান টেনিস তারকা সিমােনা হালেপ নিজের এক নম্বর স্থান ধরে রাখতে ব্যর্থ হলেন, মাদ্রিদ ওপেন প্রতিযােগিতার ফাইনালে মেয়েদের সিঙ্গেলসে পরাজিত হওয়ায়।
প্রথম দশজনের তালিকাটি হল : নাওমি ওসাকা (প্রথম), সিমােনা হালেপ (দ্বিতীয়) , অ্যাঞ্জেলিক কেরবার (তৃতীয়), কিকি বের্টেন্স (চতুর্থ), পেত্রা কোভিতা (পঞ্চম), এলিনা সেভিতােলিনা (ষষ্ঠ), ক্যারােলিনা পিলিসকোভা (সপ্তম), স্যালােনে স্টিফেন্স (অষ্টম), অ্যাসলে বের্টি (নবম) ও আরিয়ানা সেবালেনকা (দশম)।
তবে, উল্লেখযােগ্য ব্যাপারটি হল, প্রথম দশজনের তালিকার মধ্যে থাকতে পারলেন না সেরেনা উইলিয়ামস ও ক্যারােলিনা ওয়াজিনসিকিরা। দু’জনেই প্রথম দশের তালিকা থেকে নেমে যথাক্রমে রইলেন একাদশ ও দ্বাদশতম স্থানে।