• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চোটের কারণে আরও একটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাদাল

প্যারিস— তাহলে কি বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে? চোট-আঘাত তাঁকে যেভাবে চেপে ধরছে, তাতে এমনই ভাবনা বড় করে দেখা দিচ্ছে৷ ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন নাদাল৷ ফরাসি ওপেনের দু’মাস আগে চোটে তিনি জর্জরিত ছিলেন৷ নাদাল ২২ বার গ্র্যান্ড স্ল্যাম হওয়ার

প্যারিস— তাহলে কি বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে? চোট-আঘাত তাঁকে যেভাবে চেপে ধরছে, তাতে এমনই ভাবনা বড় করে দেখা দিচ্ছে৷ ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন নাদাল৷ ফরাসি ওপেনের দু’মাস আগে চোটে তিনি জর্জরিত ছিলেন৷ নাদাল ২২ বার গ্র্যান্ড স্ল্যাম হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন৷ আরও পিছিয়ে গেল নাদালের কোর্টে ফিরে আসার৷ সামনেই প্যারিস অলিম্পিক রয়েছে৷ নাদালের ভক্তরা বেশ চিন্তায় পড়ে গেলেন৷ তাঁকে কি দেখা যাবে, প্যারিস অলিম্পিকে? আগামী ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মন্টে কার্লো মাস্টার্সে খেলার কথা ছিল নাদালের৷ কিন্ত্ত সেই চোট আবার নাদালকে কোর্টে ফিরিয়ে আনতে পারল না৷ ফরাসি ওপেনে প্রিয় লাল সুড়কি কোর্টে প্যারিস অলিম্পিকে স্পেনের প্রতিনিধিত্ব করতে চান নাদাল৷ কিন্ত্ত চোট কিছুতেই তাঁর সঙ্গ ছাড়ছে না৷

নাদাল বলেছেন, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি৷ দুর্ভাগ্যজনক, সামনে যে টেনিস প্রতিযোগিতা ছিল, তাতে নামা সম্ভব হল না৷ আমার শরীর খেলার জন্য অনুমতি দিচ্ছে না৷ তিনি আরও বলেন, ভালো খেলার ইচ্ছে নিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করে থাকি৷ এমনকি, সেরা খেলা উপহার দেওয়ার জন্য আমার মন সবসময় অপেক্ষা করে থাকে৷ যে কোনও প্রতিযোগিতায় নামতে পারলে মনটাও খুশিতে ভরে যায়৷ কিন্ত্ত বাস্তব হচ্ছে আমি খেলার মধ্যে নেই৷ মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে৷ মাঠে নামতে না পারলে একজন খেলোয়াড় কী কষ্ট পায়, তা আমি প্রতিটি মুহূর্ত অনুভব করছি৷ কিন্ত্ত শরীর আমাকে কিছুতেই সায় দিচ্ছে না৷ কিছু করার নেই৷ এখন শুধু ভাবছি, শরীরটা কীভাবে ভালো হবে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফুল ফর্মে প্রস্ত্ততি নেব৷

গতবছর অস্ট্রেলিয়া ওপেনে দ্বিতীয় রাউন্ডে খেলার সময় চোট পেয়েছিলেন এবং সেই চোট দীর্ঘস্থায়ী হওয়ায় আর মাঠে নামা সম্ভব হয়নি৷ দীর্ঘ একবছর কোর্টের বাইরে রয়েছেন নাদাল৷ এমনকি অস্ত্রোপচারও করতে হয়েছিল৷ ২০২৪ সালের শুরুতে ব্রিসবেন ওপেনে কোর্টে ফেরেন৷ কিন্ত্ত আবার চোটের কারণে ছিটকে যান৷ তাই ৩৭ বছরের টেনিস তারকা এখন ভাবছেন আগামী দিনগুলি তাঁর কেমন হবে৷