• facebook
  • twitter
Friday, 11 April, 2025

মুম্বই দল সেমিফাইনালে খেলার অপেক্ষায়

অধিনায়ক অজিঙ্কা শতরানের পথে

প্রতিনিধিত্বমূলক চিত্র

রঞ্জি ট্রফি খেলার অর্থই সবার আগে মুম্বইকে এগিয়ে রাখা। সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে মুম্বই দল সবার নজর কেড়ে নিয়েছে। কিন্তু এবারে মুম্বই দল শক্তিশালী হলেও অজিঙ্কা রাহানের নেতৃত্বে তাদের হারতে হয়েছিল জম্মু-কাশ্মীরের মতো দুর্বল দলের কাছে। অবশ্য ম্যাচটা ছিল গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচ। আর ওই ম্যাচে খেলেছিলেন অস্ট্রেলিয়া সফরে রান না পাওয়া অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার যশস্বী জয়সওয়াল। কিন্তু এই দুই তারকা ক্রিকেটার রঞ্জি ট্রফিতে রান পাননি। অর্থাৎ ব্যর্থ হন। অবশ্য মুম্বই দল সপ্তম রাউন্ডের ম্যাচ জিতে নকআউট পর্বে খেলার পথ পরিষ্কার করে নেন। আর এবারে সেমিফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছে মুম্বই দল। তাই অজিঙ্কা রাহানেরা কোয়ার্টার ফাইনাল ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলছে। অধিনায়ক অজিঙ্কা রাহানেরা এই মুহূর্তে শেষ চারে খেলার জন্য প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন।

সোমবার ইডেন উদ্যানে মুম্বই ও হরিয়ানার ম্যাচ দেখার জন্য বেশকিছু দর্শক মাঠে হাজির হয়েছিলেন। মুম্বই দল প্রথমে ব্যাট করে ৩১৫ রান তোলে। তবে টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা মুম্বইয়ের স্কোরবোর্ডে রান যোগ করতে পারেননি। কিন্তু নীচের সারির ব্যাটসম্যান শামস মুলানি ও তরুষ কোটিয়ান দুরন্ত ব্যাট করে স্কোরবোর্ডকে বড় জায়গায় পৌঁছে দেন। অল্পের জন্য এই দুই ব্যাটসম্যান শতরান থেকে বঞ্চিত হয়েছেন। মুম্বই দলের ৩১৫ রানের জবাবে হরিয়ানা খেলতে নেমে প্রথম ইনিংসে ৩০১ রানে ইনিংস শেষ করে। অর্থাৎ ১৪ রানে পিছিয়ে পড়ে হরিয়ানা দল। মুম্বই দলের সেরা বোলার শার্দুল ঠাকুর একাই ছ’টি উইকেট দখল করে হরিয়ানা শিবিরে ধস নামিয়ে দেন। এককথায় বলা যায়, শার্দুল ঠাকুরের জন্যই মুম্বই দল প্রথম ইনিংসে এগিয়ে থাকে।

দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। আকাশ আনন্দ ১০ রানে ও আয়ুষ মাহত্রে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তিন নম্বরে মাঠে আসেন সিদ্ধেশ লাড। তিনি ৪৩ রান উপহার দেন। তারপরে মুম্বই ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। আসন্ন আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অজিঙ্কা। মনে করা হচ্ছে অজিঙ্কাকেই কেকেআর দলের অধিনায়ক করা হবে। ইডেন গার্ডেন্স তাঁর হোমগ্রাউন্ড। সেখানে রাহানের ব্যাট কথা বলবে, এটাই স্বাভাবিক। এদিন সূর্যকুমার যাদব বেশ ভালো ব্যাট করলেন। এদিন সূর্যকুমার ৭০ রান করেন। শিবম দুবের সঙ্গে দুর্দান্ত জুটি বাঁধেন রাহানে। তৃতীয় দিন অবিচ্ছিন্ন জুটিতেই মাঠ ছাড়েন রাহানে ও দুবে।

প্রথম শ্রেণির ক্রিকেটে আরও একটি সেঞ্চুরির দিকে পা বাড়িয়ে রাখলেন অজিঙ্কা রাহানে। রঞ্জি নকআউট পাঁচ দিনের ম্যাচ। তৃতীয় দিনের শেষে ৮৮ রানে অপরাজিত রয়েছেন। সব কিছু ঠিক থাকলে চতুর্থ দিন প্রথম ঘণ্টাতেই হয়তো শতরান দেখতে পাওয়া যাবে রাহানের ব্যাট থেকে। ক্রিজে রয়েছেন শিবম দুবে ৩০ রান করে। দিনের শেষে মুম্বই দল ২৭৮ রান করে। এখন ২৯২ রানে এগিয়ে রয়েছে মুম্বই। তাই জোর গলায় বলতে পারা যায়, সেমিফাইনালে খেলার জন্য মুম্বই দলের এখন সময়ের অপেক্ষা।