সোমবার কলকাতা নাইট রাইডার্সকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এবার ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই কলকাতারই রেকর্ড ভেঙে দিয়ে, নতুন রেকর্ড গড়ল মুম্বই। ম্যাচটি ছিল ওয়াংখেড়ের মাঠে। সেই মাঠে মুম্বই ৫৩তম ম্যাচ জিতল। আইপিএলের কোনও দলের একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ইডেনে ৫২টি ম্যাচ জিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির ছিল কেকেআরের। এবার মুম্বই ভেঙে দিল সেই রেকর্ড।
ওয়াংখেড়েতেই কলকাতাকে ১০ বার হারিয়েছে মুম্বই। একটি মাঠে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পঞ্জাব কিংসকে ৯ বার হারিয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার। তবে এ বারের আইপিএল শেষে এই রেকর্ড আবার ভেঙে যেতে পারে। কেকেআর এবং মুম্বইয়ের ঘরের মাঠে ছ’টি করে খেলা বাকি। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস চিপকের মাঠে ৫১টি ম্যাচ জিতেছে। ফলে তাদেরও সুযোগ রয়েছে বাকি দু’জনকে টপকে যাওয়ার।