মুম্বই— আইপিএল ক্রিকেটে এবার নতুন বিতর্কে জড়ালো মুম্বই ইন্ডিয়ান্স৷ আইপিএলে নিয়ম ভাঙার অভিযোগে হার্দিকের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ এলো৷ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেলেও মুম্বই কিন্ত্ত বিতর্কে জড়িয়ে গিয়েছে৷ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ১৫তম ওভারে নিয়ম ভেঙে রিভিউ নেওয়ায় অভিযুক্ত হয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল৷ আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছেন টিম ডেভিড ও সূর্যকুমার যাদব৷ মুম্বইয়ের ইনিংসে ১৫তম ওভারে বল করছিলেন আর্শদীপ৷ সূর্যকুমার তখন অফস্ট্যাম্পের দিকে কিছুটা এগিয়ে গিয়েও বলের কাছে পৌঁছতে পারেননি৷ সেদিনের আম্পায়ার সঙ্গে সঙ্গে হাত তুলে জানিয়ে দেন বলটি ওয়াইড নয়৷ আর্শদীপ বল করে ফিরে যাওয়ার সময় দেখা যায়, মুম্বইয়ের ডাগ আউট থেকে সূর্যকুমারকে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করা হচ্ছে৷ তাঁরা দু’জনেই কয়েকবার ইশারা করার পরে দেখতে পাওয়া যায় সূর্যকুমার ডিআরএসের আবেদন করছেন৷ এই দেখে সঙ্গে সঙ্গে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া শ্যাম কারেন ছুটে আসেন৷ পাঞ্জাবের অধিনায়ক সরাসরি আম্পায়ারকে জানান, ডিআরএস হতে পারে না৷ কারণ সূর্যকুমারকে মুম্বইয়ের ডাগ আউট থেকে ইশারা করা হয়েছে, যা একেবারে নিয়মবহির্ভূত৷ সূর্যকুমার ডাগ আউটের ইশারা দেখেছেন কিনা, তা টিভিতে দেখা যায়নি৷ তাই বিষয়টি সম্পর্কে কেউই নিশ্চিত হতে পারেননি৷ এমনকি আম্পায়ারের কানে তা পৌঁছয়নি৷ সূর্যকুমারের ডিআরএস আবেদন তিনি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন৷ আর্শদীপের ষষ্ঠ বলটি রিপ্লেতে দেখে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, ওই বলটি অবশ্যই ওয়াইড ছিল৷ এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সংবাদমাধ্যমে৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়ম না মেনে জোচ্চুরির অভিযোগ করেছেন ক্রিকেট প্রেমীদের একাংশ৷ এখানে উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবারের ম্যাচে পাঞ্জাবকে ৯ রানে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দল৷ জয় পেয়েও বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি হার্দিক পাণ্ডিয়া৷
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স জয়ের মুখ দেখলেও হার্দিক পাণ্ডিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন জোরে বোলার যশপ্রীত বুমরা৷ চলতি মরশুমে আইপিএল ক্রিকেটে যশপ্রীত বুমরাকে দিয়ে প্রথম দিকে বল করাচ্ছিলেন না অধিনায়ক হার্দিক৷ আর হয়তো এই কারণেই মুম্বইয়ের প্রথম কয়েকটি ম্যাচ হারতে হয়েছে৷ আবার যখন বুমরাকে শুরুতেই নিয়ে আসা হল বল করার জন্য, তখনই মুম্বইয়ের ব্যর্থতা দূরে সরে গিয়েছে এবং সফল হয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা৷ পাঞ্জাবের বিরুদ্ধে এই জয় পাওয়ার পরেই মুম্বই দলের অধিনায়ককে হুঁশিয়ারি দিয়েছেন বুমরা৷ অবশ্য তিনি তাঁর নাম করেননি৷ বৃহস্পতিবার পাওয়ার প্লেতে বুমরা মাত্র দু’ওভার বল করেছেন৷ আর এই বুমরাই পাঞ্জাবের টপ অর্ডার ব্যাটসম্যানদের ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছেন৷ ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন বুমরা৷ ম্যাচের পরে বুমরা অভিমত জানিয়ে বলেন, আমি সবসময় চেষ্টা করি ম্যাচের শুরুতে একটা প্রভাব ফেলতে৷ প্রথম দুই ওভারই বল সুইং করে থাকে৷ আর এই সুইং করার জন্যই বল কীভাবে উইকেটে রাখতে হবে, তার চেষ্টা করি৷ ঠিকমতো উইকেটে বল থাকলে, ব্যাটসম্যানরা বিপদে পড়ে যান৷ সেই কাজটাই কাজে লাগিয়ে দলের সুবিধা তৈরি করি৷ টেস্ট ক্রিকেটে
একটানা বল করা যায়, কিন্ত্ত ২০ ওভারের
খেলায় এটা কিন্ত্ত বেশ কঠিন হয়ে দাঁড়ায়৷ কম ওভার বল করতে গেলে নিজের বুদ্ধিকেও কাজে লাগাতে হয়৷ যখন বেশি বল করতে ইচ্ছে করে, তখন টেস্ট ক্রিকেটই খেলে থাকি৷
বুমরা আরও বলেন, ব্যাটসম্যানদের উন্নতি এবং ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের কাজটা বেশ কঠিন হয়ে গিয়েছে৷ তার জন্য নিজের দক্ষতার উপরেই নিজেকে বেশি নির্ভর করতে হয়৷ তখন ভাবতে হয় প্রতিপক্ষ ব্যাটসম্যান কীভাবে এই বল মোকাবিলা করবেন৷ যদি প্রথমেই উইকেটে আঘাত হানা যায়, তাহলে বুঝতে হবে, ব্যাটসম্যানরা ওই উইকেটে খেলতে বেশ চিন্তায় পড়ে গেছেন৷ তাহলেই বোলাররা সাফল্য পেয়ে থাকেন৷ তবে হঁ্যা, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের সেরাটা দিতে হবে৷ এমনই বার্তা সবাইকে দেওয়ার চেষ্টা করেন মাঠে থাকলে যশপ্রীত বুমরা৷