বায়ার্ন মিউনিখ টমাস মুলার ছাড়া দল গঠন করা কোনও কোচই ভাবতে পারতেন না। বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ ২৫ বছরের। তবে এবার মুলার বায়ার্নের ২৫ বছরের ফুটবল জীবনে ইতি টানতে চলেছেন।
৩৫ বছরের এই ফুটবলার বুন্দেশলিগায় ১৫০টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৭৪৩ ম্যাচে ২৪৭টি গোল রয়েছে কিংবদন্তি এই ফুটবলারের নামে। তাছাড়াও ১২টি বুন্দেশলিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন অসংখ্য শিরোপা। ঝুলিতে রয়েছে দু’টি ফিফা ক্লাব বিশ্বকাপও।
শনিবার তাঁর বিদায়ী বার্তা দেন মুলার। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘এই দিনটা অন্যান্য দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের ফুটবলার হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই মরশুমে শেষ হতে চলেছে। অসাধারণ এক যাত্রা ছিল। এখানে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছি। অনবদ্য সব লড়াইয়ের কথা মনে পড়ছে। দুর্দান্ত সব জয়ে ভরা এই সফর।’
তিনি বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-০৯ মরশুমে। এরপর টানা ১৮ বছর ধরে ক্লাবের সুখদুঃখের সাথি। বায়ার্ন মিউনিখ মুলারকে নিয়ে সমাজমাধ্যমে লেখে, ‘তোমার প্রতি শ্রদ্ধা। তোমাকে প্রণাম জানাই, টমাস।’