ঝাড়খণ্ডের তারকা প্রচারক এম এস ধোনি

ঝাড়খণ্ডে তারকা প্রচারক এম এস ধোনি।

ভারতীয় ক্রিকেট টিম থেকে অবসর নিলেও চুটিয়ে ব্যবসার ময়দানে খেলছেন প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি মাহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে অবশ্য এখনও খেলছেন তবে জল্পনা আইপিএলকেও বিদায় জানাতে পারেন ধোনি। সেই ধোনিই এবার নির্বাচনী ময়দানে। না, না, কোনো দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনে ক্রিকেট জগতে ঝড় তোলা এই ব্যাটসম্যানকে দেখা যাবে নির্বাচন কমিশনের হয়ে মানুষদের নানান উপদেশ দিতে। জাতীয় নির্বাচন কমিশনের ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে ধোনিকে।

শুক্রবার সেই কথা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার। ঝাড়খণ্ডের বাসিন্দা ধোনি রাজ্য ভোটে কমিশনের সব থেকে প্রচারক বলেই ধারণা কমিশনের। তিনি আরও বলেন, ভোটারদের সচেতন করতে এবং ভোটদানে আগ্রহী করতে আমাদের সঙ্গে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ধোনিও নির্বাচন কমিশনের এই প্রস্তাবে রাজি হয়েছে। নির্বাচন নিয়ে প্রচারে তাঁর ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন।

তবে এই প্রথম নয় যখন কোনও ক্রিকেটারকে নির্বাচনের তারকা প্রচারক হিসেবে বেছে নেওয়া হল এর আগে ২০২৩-এ ‘ন্যাশনাল আইকন’ সচিন তেন্ডুলকারকে বেছে নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের সময় শচীনকে দেশজুড়ে ভোটদানের সচেতনতার প্রচারে ব্যবহার করতেও দেখা যায়। এছাড়া লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পাঞ্জাবের নির্বাচনী প্রচারে ক্রিকেটার শুভমান গিলকে প্রচার করতে দেখা যায়। উল্লেখ্য আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। আগামী ২৩ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ হবে।