বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। প্রতিবারের মতো এবারও আইপিএল শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। আগামী শনিবার ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমক থাকছে। কলকাতা দলের মালিক বলিউড তারকা শাহরুখ খান থেকে শুরু করে একঝাঁক মুম্বইয়ের অভিনেতারা উপস্থিত থাকতে পারেন উদ্বোধনী মঞ্চে।
আসার কথা সলমন খান, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, গায়ক অরিজিৎ সিং ও গায়িকা শ্রেয়া ঘোষালের। চমক দেওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে বেশকিছু বলিউড তারকাদের নাম শোনা যাচ্ছে। কিন্তু পাকাপাকিভাবে এখনও স্পষ্ট করা হয়নি কোন শিল্পীরা অবশ্যই আসছেন। আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ইডেন গার্ডেন্সে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান যেন চাঁদের হাটে পরিণত হবে।