• facebook
  • twitter
Wednesday, 25 December, 2024

মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট

গোটা এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে ক্রিকেট রত্ন খুঁজে বের করতে শামিল হয়েছেন ডক্টর মঈনুদ্দিন বিন মাকসুদ, শুভঙ্কর ঘোষদস্তিদারের মতোন ক্রীড়া সংগঠকরা।

ফাইল চিত্র

তিনি জহুরি। জহর চেনেন ভালোই। একসময় চুটিয়ে ক্রিকেট খেলা বিশ্বজিৎ মুখার্জি তাই তুলে আনতে চান ক্রিকেটের প্রতিভা। তাঁর হাত ধরেই ২২ গজে স্বপ্ন দেখছেন কচিকাঁচারা। সম্প্রতি মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে শুরু হয়েছে মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ। যে অ্যাকাডেমির ক্রিকেট কোচিংয়ের দায়িত্বেই বিশ্বজিৎ মুখার্জি।

ক্রিকেটারের কেরিয়ার দীর্ঘায়িত হয়নি বিশ্বজিতের, কিন্তু ক্রিকেট ছাড়েননি। গোপাল বসু থেকে রাজু মুখার্জির শিষ্য এরপর থেকেই দিয়ে আসছেন কোচিং। বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জুনিয়র ক্রিকেটারদের প্রতিভা দেখানোর সুযোগ মিলবে এই টুর্নামেন্টে।

গোটা এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে ক্রিকেট রত্ন খুঁজে বের করতে শামিল হয়েছেন ডক্টর মঈনুদ্দিন বিন মাকসুদ, শুভঙ্কর ঘোষদস্তিদারের মতোন ক্রীড়া সংগঠকরা। ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষদস্তিদার টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের কর্ণধার।