• facebook
  • twitter
Thursday, 20 February, 2025

মোহনবাগানের ছোটরা ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে চলেছে

অনূর্ধ্ব ১৭ এলিট ইউথ লিগের ম্যাচ গোলশূন্য ড্র হল। তবে অনূর্ধ্ব ১৫ লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলে নিল সবুজ-মেরুন শিবির। একই সঙ্গে তারা অনূর্ধ্ব ১৫ পর্বে আঞ্চলিক পর্যায় চ্যাম্পিয়ন হল।

নিজস্ব চিত্র

মোহনবাগানের সাফল্য ধরে রাখতে ছোটোরাও নজর কাড়ছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান ফুটবলাররা যেভাবে এগিয়ে চলেছে, সেই পথেই ছোটরাও নজর পিছপা হচ্ছে না। যেমন ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলাররা একের পর এক ডার্বি হেরেই চলেছে। ছোটদের ডার্বিতে কিছুটা দাপট ছিল। গত মরসুমে একাধিক ডার্বি জিতেছিল তারা। সেই দাপটও দেখা যাচ্ছে না চলতি মরসুমে।

সোমবার ছোটদের দু’টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। অনূর্ধ্ব ১৭ এলিট ইউথ লিগের ম্যাচ গোলশূন্য ড্র হল। তবে অনূর্ধ্ব ১৫ লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলে নিল সবুজ-মেরুন শিবির। একই সঙ্গে তারা অনূর্ধ্ব ১৫ পর্বে আঞ্চলিক পর্যায় চ্যাম্পিয়ন হল। শেষ ১০ দিনে এই নিয়ে চারটি বড় ম্যাচ হারল লাল-হলুদ।

বেশ কিছু দিন ধরে কলকাতা ডার্বি মানেই যেন আতঙ্ক হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। শুধু অস্কার ব্রুজোর দল নয়, লাল-হলুদের বিভিন্ন বয়সভিত্তিক দলও হারাতে পারছে না মোহনবাগানকে। একই দিনে রিল্যায়ান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দু’টি পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধানের ছোটরা। অনূর্ধ্ব ১৭ পর্যায়ের ম্যাচে ইস্টবেঙ্গলের মুখরক্ষা হলেও অনূর্ধ্ব ১৫ পর্যায়ে লাল-হলুদের সঙ্গী ৩ গোলের লজ্জা। ছোট থেকে বড়— যে কোনও পর্যায়ের ম্যাচেই সামনে মোহনবাগান থাকলেই যেন গুটিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল।

এ দিনও গোলের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি মোহনবাগানের অনূর্ধ্ব ১৫ ফুটবারেরা। গত ১১ জানুয়ারির ম্যাচেও জিতেছিল মোহনবাগান। সেই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি লাল-হলুদ ব্রিগেড। ১-২ গোলে হারতে হয়েছিল। এ দিনের ম্যাচ সেই লড়াইও দেখা যায়নি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল সবুজ-মেরুন খুদেদের।

অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লিগের আগের ম্যাচে শেখর সর্দারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। গত ১৫ জানুয়ারিও মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে আদিত্য মণ্ডলের গোলে জয় পায় মোহনবাগান। অনেকেই প্রশ্ন তুলেছেন ইস্টবেঙ্গল সিনিয়র দলের হতাশাজনক ফলাফলে ছোটরাও কি সেই পথেই হারতে শুরু করল! আসলে বড়দের খেলা দেখে সাধারণত অনুপ্রাণিত হয়ে ছোটরাও সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করে। হয়তো লাল-হলুদ ছোটরা মানসিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে।