• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

হকি ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে খেতাব জয় মোহনবাগান

মাঠে ছিলেন সৌরভ

নিজস্ব চিত্র

এবার হকি ডার্বিতে মোহনবাগানের বাজিমাত। রবিবার হাওড়া ডুমুরজলার অ্যাস্টোটার্ফে কলকাতা প্রিমিয়র হকিলিগের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গল। ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মোহনবাগান ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হল।

খেলার শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে দুই দলের লড়াই জমে ওঠে। দীর্ঘদিন বাদে খেতাবি লড়াইয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তবে নিয়মানুসারে লিগ টেবলে প্রথম দুটি দলের মধ্যে চ্যাম্পিয়নশিপ লড়াই হয়। পয়েন্টের বিচারে মোহনবাগান শীর্ষে ছিল। গ্রুপ পর্বের খেলায় ডার্বি ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছিল। সেই কারণে মোহনবাগানের কোচ সুপ্রভাত মণ্ডল গোপন ছক তৈরি করে ইস্টবেঙ্গলকে চাপের মধ্যে রেখেছেন। অপরপক্ষে ইস্টবেঙ্গলের কোচ যোগরাজ সিং-জয়ের লক্ষ্যে ঝাঁপালেও শেষ রক্ষা করতে পারেননি।

মোহনবাগানের প্রধান্য ছিল নিঃসন্দেহে। সেই অর্থে গোলের ব্যবধান কমাতে লাল হলুদ ব্রিগেড সেইভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। মোহনবাগানের হয়ে গোল করেন অর্জুন শর্মা, কার্তিক এস ও রাহিল মৌসিন। ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন জামির। এবারে হকি লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহনবাগানের আভরন সুদেব। পেলেন দশ হাজার টাকা আইর্থক পুরস্কার। সেরা খেলোয়াড় হয়েছেন ইস্টবেঙ্গলের অতুলদীপ। তিনিও পান দশ হাজার টাকা। রানার্স আপ ইস্টবেঙ্গলের অতুল দীপ। তিনিও পান দশ হাজার টাকা। রানার্স আপ ইস্টবেঙ্গল ক্লাব পায় ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন মোহনবাগান দলকে তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং, মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

খেলার আগে পরিচিত হন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। হকি স্টিক দিয়ে বল ঠেলে দিয়ে খেলার সূচনা করেন সৌরভ। সঙ্গে ছিলেন গুরবক্স সিং। সৌরভ মনে করেন অতীতে যেমন দুই প্রধানের হকি খেলাকে ঘিরে উন্মাদনা দেখতে পাওয়া যেতো-সেদিন আবার ফিরে আসছে। হকির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে তা অবশ্যই ভালো দিক।