জেসি মুখার্জি ক্রিকেটে মোহনবাগানের জয়

মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে সামনে রেখে পর্যটকদের কাছে তুলে ধরার পরিকল্পনা নিল মোহনবাগানের কর্মকর্তারা। বুধবার এক্সিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত নিয়ে সচিব দেবাশিস দত্ত জানান, আগামী দিনে এই মোহনবাগান ক্লাবকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ক্লাবের অভ্যন্তরেই বিভিন্ন জিনিস কিনতে পারবেন মোহনবাগানকেন্দ্রিক। শুধু তাই নয়, মোহনবাগান ক্লাবের ইতিহাস তুলে ধরা হবে পর্যটকদের সামনে। অর্থাৎ খেলাধুলোর উন্নয়নের পাশাপাশি পর্যটকদের কাছে নতুনভাবে ক্লাবের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ক্রিকেটের পরিকাঠামোর আমূল পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি, অ্যাথলেটিকসের টিমও গড়া হবে। আবার সচিব দেবাশিস দত্ত বাংলার ফুটবলের যে হালহকিকৎ তৈরি হয়েছে, তার জন্য দায়ী আইএফএ। আইএফএ’র কর্মকর্তারা কোনওভাবেই তিন প্রধানের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন না। যার ফলে দীর্ঘদিন সন্তোষ ট্রফিতে বাংলার জয় আসছে না। খুশিমতো পরিকল্পনা তৈরি করে কখনওই বাংলার ফুটবলকে ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া সম্ভব নয়। ২৫ জুন থেকে কলকাতা ফুটবল লিগ শুরু হয়েছে। কিন্তু সেই ফুটবল লিগ কবে শেষ হবে, কেউ জানেন না। এমনকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বাংলার ফুটবল নিয়ে সেইভাবে আলোচনায় বসতে চান না আইএফএ’র কর্মকর্তারা। আবার কলকাতার রেফারিংয়ের যে অবস্থা, তা নতুন করে বলার প্রয়োজন হয় না।

এদিকে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গলের সঙ্গে মহমেডানের খেলায় রেফারি যেভাবে ছন্দপতন ঘটিয়েছেন, তাতে খেলোয়াড়রাও বিব্রত হয়ে পড়েন। ভালো খেলা উপহার দেওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার বলেছেন, ভার প্রযুক্তি  আনা হোক এবং খেলার পরিকল্পনায় তা প্রয়োগ করা হোক। তাহলে ভালো
ফুটবল দেখা সম্ভব। রেফারিও বুঝতে পারবেন পরিচালনায়  তাঁর কোথায়  গলদ রয়েছে।