দল গঠনের জন্য মাঠে নেমে পড়ল মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস হার স্বীকার করে মুম্বই সিটিএফসি’র কাছে৷ এই হারের ফলে মোহনবাগানের ত্রিমুকুট জয় হল না৷ তারপর থেকেই সবুজ মেরুন ব্রিগেডের কর্মকর্তারা দল গঠনের জন্য মাঠে নেমে পড়েছেন৷ আগামী মরশুমে যাতে আরও ভালো ফলাফল করা যায় সেদিকেই পাখির চোখ রাখা হয়েছে৷ আইএসএল ফুটবলে আট জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা যায় সেই ভাবনাতেই দল এগিয়ে চলেছে৷ বর্তমান মরশুমের তিন বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও জনি কাউকোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানা গিয়েছে৷ জনি কাউকোকে মোহনবাগানে এনেছিলেন কাউকোকে কোচ হাবাস৷ এখন ক্লাব ভাবছে কোচ হাবাসকে আবার নতুন করে চুক্তিবদ্ধ করা হবে কিনা? এমনকী কোচ হাবাস নিজেও নাও থাকতে পারেন৷ সেক্ষেত্রে হাবাসের জায়গায় লোবেরোকে নিয়ে আসা হতে পারে কোচের ভূমিকায়৷ যদি হাবাস না থাকেন তাহলে কাউকোর সঙ্গে চুক্তি নাও হতে পারে৷ ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা হয়েছে৷ এখনও তিনি সবুজ সংকেত দেননি৷ আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের আগে দল গঠনে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে৷

আইএসএল ফুটবলে মোট ছ’জন বিদেশি ফুটবলারকে খেলোনো যায়৷ আর আট জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারা যায়৷ স্থানীয় তারকাদের মধ্যে বেশ কয়েকজন ফুটবলারদের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে৷ মোহনবাগানের গোল বিশাল কাইথের সঙ্গে এখনও নতুন করে চুক্তি করা হয়নি৷ তারই মধ্যে এফসি গোয়ার লেফট ব্যাক জয় গুপ্ত, মুম্বই সিটির বিপিন সিং ও ছাংতের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে৷ তবে মোহনবাগান রাখছে না কিষাণ নাশিরি ও হামতেকে৷ কিষাণ ও হামতে সেইভাবে নজর কাড়তে পারেননি এবারের আইএসএল ফুটবলে৷ শোনা যাচ্ছে বাদ যাওয়া মোহনবাগানের দুই ফুটবলার চেন্নাই এফসির সঙ্গে কথা বলছে৷ আবার এও জানা গেছে হাবাস যদি থেকে যান সেক্ষেত্রে তিনি আর কোচের ভূমিকা পালন করবেন না৷ সেই জায়গায় তাঁর পদ হবে টিডি হিসেবে৷ সার্জিও লোবেরো কোচ হতে পারেন৷ লোবেরোর কলকাতা ফুটবল সম্পর্কে ভালো ধারণা আছে৷ ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা লোবেরোর সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলেন৷ এবছর তিনি ওড়িশা এফসির কোচ৷ লোবেরোকে কি ছাড়বেন ওড়িশার কর্মকর্তারা? এ প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে৷