• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

জয়ের ধারা ধরে রাখতে চাইছে মোহনবাগান

এই ম্যাচে অবশ্য অনিরুদ্ধ থাপা নেই চোটের কারণে। অপর পক্ষে জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেছেন, আত্মবিশ্বাসী ফুটবলাররা প্রতিপক্ষকে চাপে রেখে জয় তুলে আনতে জানে।

ফাইল চিত্র

ইস্পাত নগরী জামশেদপুর চিরদিনই ফুটবলের প্রতি আন্তরিকতা রয়েছে। শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টস জয়ের ধারা ধরে রাখতে চাইছে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে। তবে, জামশেদপুরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রতিপক্ষ সবুজ-মেরুন ব্রিগেডকে। মোহনবাগান যেমন শেষ পাঁচটি ম্যাচে হারের কোনও খবর নেই, তেমনই আবার জামশেদপুরও পরপর চারটি ম্যাচ জিতে টক্কর দিতে চাইছে ঘরের মাঠে। মোহনবাগান কোচ হোসে মোলিনার স্পষ্ট জবাব, আমাদের সামনে জয় ছাড়া আর অন্য কোনও ভাবনা নেই।

এই ম্যাচে অবশ্য অনিরুদ্ধ থাপা নেই চোটের কারণে। অপর পক্ষে জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেছেন, আত্মবিশ্বাসী ফুটবলাররা প্রতিপক্ষকে চাপে রেখে জয় তুলে আনতে জানে। ইস্পাতের মতো কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। মোহনবাগান দলে পুরোপুরি সুস্থ নন আশিক কুরুনিয়ান। তিনিও জামশেদপুর ম্যাচে নেই। গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোস ফিট হচ্ছেন দ্রুত। ডার্বিতেও পরিবর্ত হিসাবে নেমেছেন। জামশেদপুর ম্যাচে কি শুরু থেকে পাওয়া যাবে স্টুয়ার্ট অথবা দিমিত্রিকে? এ প্রসঙ্গে মোলিনার জবাব, ‘ধীরে ধীরে চোট কাটিয়ে উঠেছে ওরা।’ দেখা যাক!