অবশেষে জয়ের মুখ দেখল মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবুজ-মেরুন সমর্থকদের হাসি দেখতে পাওয়া গেল৷ কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্টস তিনটি ম্যাচে জয়ের মুখ দেখতেই পায়নি৷ এবারে প্রথম ম্যাচেই পয়েন্ট হারাতে হয়েছিল ভবানীপুরের কাছে৷ মোহনবাগান গোলশূন্য ভাবে খেলা শেষ করেছে৷ দ্বিতীয় ম্যাচে দু’গোলে এগিয়ে থেকেও মোহনবাগান জয় পায়নি রেনবো ক্লাবের বিরুদ্ধে৷ ওই খেলাটি শেষ হয়েছিল ২-২ গোলে৷ আর তৃতীয় অর্থাৎ ডার্বি ম্যাচে মোহনবাগান ১-২ গোলে হেরে যায় প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের কাছে৷

স্বাভাবিকভাবে মোহনবাগানের সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন৷ অতীতে অনেক সময় দেখা গিয়েছে ডার্বি ম্যাচের পরেই দুই প্রধান পয়েন্ট হারিয়েছে৷ ইস্টবেঙ্গল সেই পথেই পয়েন্ট নষ্ট করেছে৷ আর মোহনবাগান এই প্রবাদবাক্য থেকে ব্যতিক্রমী হল৷ ডার্বি ম্যাচের পরে নৈহাটি স্টেডিয়ামে বৃহস্পতিবার মোহনবাগান মুখোমুখি হয়েছিল পিয়ারলেসের বিরুদ্ধে৷ এই পিয়ারলেস কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল৷ এবারে পিয়ারলেস সেইভাবে দল গঠন করতে না পারলেও লড়াই থেকে সরে দাঁড়ায়নি মোহনবাগানের বিরুদ্ধে৷

মোহনবাগান ১-০ গোলে পিয়ারলেসকে হারিয়ে এবারের কলকাতা ফুটবল লিগে জয়ের হাসি হাসল৷ অর্থাৎ প্রথম জয়ের মুখ দেখল৷ খেলার প্রথমার্ধে মোহনবাগান গোল পেয়ে যায়৷ খেলার ২২ মিনিটে মোহনবাগানের থুমসল টংসিন মাঝমাঠ থেকে বল পেয়ে দৌড় শুরু করেন৷ ছোট ছোট পায়ের কাজে পিয়ারলেসের রক্ষণভাগে ফাটল ধরিয়ে দেন৷ পিয়ারলেসের গোলরক্ষক সত্যব্রত মান্না টংসিনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্ত্ত অত্যন্ত বুদ্ধি সহকারে টংসিন গোলের মধ্যে বল জড়িয়ে দেন৷ এগিয়ে থাকা মোহনবাগান আরও বেশি আক্রমণাত্মক ভূমিকা নিয়ে পিয়ারলেসের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে৷ তবে খেলার প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷


দ্বিতীয় পর্বে খেলা শুরু হতেই বৃষ্টি নামে৷ বৃষ্টিতে মাঠ বেশ পিচ্ছিল হয়ে যায়৷ তার ফলে ভিজে মাঠে খেলোয়াড়দের খেলতে অসুবিধে হয়৷ পিয়ারলেসের খেলোয়াড়রা আক্রমণ গড়ে তুললে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি৷ মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়রা অত্যন্ত সতর্কভাবে প্রতিপক্ষ দলের আক্রমণকে রুখে দেওয়ার চেষ্টা করতে থাকেন৷ খেলার ৬৬ মিনিটের মাথায় মোহনবাগান গোলের ব্যবধান বাড়াতে পারত৷ কিন্ত্ত টাইসন সিং সময়মতো বলের কাছে পৌঁছতে না পারায় সুযোগ হাতছাড়া হয়৷ তারপরে টাইসনর ফ্রিকিক থেকে বল যখন গোলের মুখে প্রবেশ করছিল, ঠিক তখনই পিয়ারলেসের গোলরক্ষক সত্যব্রত মান্না তা নিজের আয়ত্তে নিয়ে নেন৷ খেলার শেষে মোহনবাগানের সালাউদ্দিন গোলের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন৷

অন্য খেলায় রেলওয়ে এফসি ৩-০ গোলে হারিয়ে দিয়েছে টালিগঞ্জ অগ্রগামীকে৷ এবারে কলকাতা ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন রেলওয়ে এফসি’র অক্ষত শা৷ খেলার প্রথমার্ধে রেলওয়ে এফসি এক গোলে এগিয়েছিল৷ দ্বিতীয় পর্বে তারা আরও দু’টি গোল পেয়ে যায়৷