• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

নতুন চ্যালেঞ্জের সামনে মোহনবাগান

ফাইনালে বাগানের মুখোমুখি সেই বেঙ্গলুরু এফসি, যাদেরকে এই মোহনবাগানই হারিয়ে আইএসএল জিতেছিল ২০২২-২০২৩ মরসুমে।

ফাইল চিত্র

চলতি আইএসএল ফুটবলে সেমি-ফাইনালে দুই লেগের খেলায় ৩-২ গোলে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেছে মোহনবাগান। এই নিয়ে টানা তৃতীয়বার আইএসএল ফাইনাল খেলতে চলেছে সবুজ-মেরুন শিবির। গতবছর ফাইনালে উঠেও ৩-১ গোলে মুম্বই সিটির কাছে লজ্জার হার স্বীকার করতে হয়েছিল মোহনবাগানকে (তখন দলের দায়িত্বে ছিলেন কোচ হাবাস)। আর এবারে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে খেলতে হবে সুপার কাপ ফাইনালে। ফাইনালে বাজিমাত করবার জন্য সব রকম ছক কষবেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তাই বলতেই পারা যায় হোসে মোলিনার কাছে নতুন চ্যালেঞ্জ উঁকি দিচ্ছে।

ফাইনালে বাগানের মুখোমুখি সেই বেঙ্গলুরু এফসি, যাদেরকে এই মোহনবাগানই হারিয়ে আইএসএল জিতেছিল ২০২২-২০২৩ মরসুমে। বাগানের তরফ থেকে প্রথম গোল পেত্ৰাতস করলেও, খেলায় পিছিয়ে পড়েছিল বাগান। সেইবার সুনীল ছেত্রী এবং প্রাক্তন বাগান তারকা রয় কৃষ্ণা গোল করেছিলেন বেঙ্গালুরুর হয়ে, যদিও ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ‘দ্য বস’ পেত্ৰাতসই রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন বাগানের জন্য। পেনাল্টি থেকে গোল করে খেলায় ফিরিয়েছিলেন তিনি।

সেখান থেকে টাইব্রেকারে গিয়ে ৪-৩ গোলে জয়লাভ করে বাগান আইএসএল জিতেছিল দ্বিতীয়বারের জন্য। এর আগে ২০২০-২০২১এর মরসুমে ফাইনালে উঠলেও সেই মুম্বইয়ের ফাঁড়া কাটাতে পারেনি তারা। এখন মোহনবাগানের সামনে প্রধান লক্ষ্য লিগ, শিল্ড জয়ের পরে কাপ জিতে মুম্বই এফসি-র সঙ্গে নাম লেখাতে।