মহমেডান স্পোর্টিং পয়েন্ট নষ্ট করল

কলকাতা ফুটবল লিগে আবারও পয়েন্ট নষ্ট করল মহমেডান স্পোর্টিং। শনিবার কল্যাণীর মাঠে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল বিএসএস ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই খেলায় দুই দলই গোল করার জন্য চেষ্টা করলেও কোনও গোল হয়নি। খেলাটি গোলশূন্যভাবেই শেষ হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, গতবছর কলকাতা ফুটবল লিগে মহমেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবারে আইএসএল ফুটবলে খেলবে মহমেডান স্পোটিং। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান যেভাবে দল গঠনে ময়দানে নেমেছে, তাতে বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। এমনকি ডুরান্ড কাপে এই দুই প্রধান ভালো জায়গায়ই রয়েছে। আগামী ১৮ আগস্ট ডুরান্ড ডার্বি ম্যাচে দুই প্রধান লড়াই করবে। অন্য গ্রুপে মহমেডান থাকলেও এখনও পর্যন্ত সেইভাবে নজর কাড়তে পারেনি ডুরান্ড কাপে। তবে কলকাতা ফুটবল লিগে তরুণ ব্রিগেডদের দিয়ে তিন প্রধান খেলাচ্ছে।

এদিকে অন্য দু’টি ম্যাচে দারুণ গোল দেখতে পাওয়া গেল। বারাকপুর স্টেডিয়ামে সুরুচি সংঘ মুখোমুখি হয়েছিল মেসারার্সের সঙ্গে। ওই খেলায় সুরুচি সংঘ ২-১ গোলে হারিয়ে দিল মেসারার্সকে। এই জয়ের ফলে সুরুচি সংঘ পরপর তিনটি ম্যাচে জয় তুলেনিল। এই মুহূর্তে গ্রুপ ‘এ’-তে শীর্ষে পৌঁছে গেল সুরুচি সংঘ। এদিনের ম্যাচে প্রথমে মেসারার্স লিজো ফ্রান্সিসের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু বিরতির পরে সুরুচি সংঘের দু’টি দুর্দান্ত গোল দেখতে পাওয়া গেল। প্রথম আবু সুফিয়ান। তিনি দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন গোলকরে সবার প্রশংসা কুড়িয়ে নেন। ম্যাচের নির্ণায়ক গোলটি করেন জয়দীপ সিং। ব্যাকভলিতে জয়দীপ যেভাবে প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করলেন, তাও ছিল দেখার মতো।