• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৯ জনের লাল-হলুদ ব্রিগেডকে হারাতে পারল না মহমেডান স্পোর্টিং

এই সিদ্ধান্তের পরেই আবার নতুন করে নাটক শুরু হয়ে যায়। রেফারির সিদ্ধান্তকে মানতে না পেরে মহেশ রাগে বলে লাথি মারে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি বলে লাথি মারেন, আইন অনুসারে তাকে লাল কার্ড দেখানো যায়।

মহামেডান ও ইস্টবেঙ্গল ক্লাব। ফাইল চিত্র

আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ২৯ মিনিটের পরে ৯ জনে খেললেও মহমেডান স্পোর্টিং জয় পেল না। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ নাউরেম সিং লাল কার্ড দেখেন। বল দখলের জন্য খেলার শুরু থেকেই দুই দলই ঝাঁপিয়ে পড়েছিল। ২৭ মিনিটের মাথায় নন্দ কুমার মহমেডান স্পোর্টিংয়ের অমরজিতের সঙ্গে বাকবিতণ্ড শুরু হয়ে যায়।

সেই সময় নন্দকুমার ধাক্কা মারেন এবং অমরজিত মাটিতে বসে যান। রেফারি হরিশ কুণ্ডু অপেক্ষা না করেই নন্দকুমারকে লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তের পরেই আবার নতুন করে নাটক শুরু হয়ে যায়। রেফারির সিদ্ধান্তকে মানতে না পেরে মহেশ রাগে বলে লাথি মারে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি বলে লাথি মারেন, আইন অনুসারে তাকে লাল কার্ড দেখানো যায়।

যার ফলে ৯ জনে খেলেও ইস্টবেঙ্গল সাহসিকতার পরিচয় দিয়ে মহমেডানের বিরুদ্ধে লড়াই করে পুরো সময়। শেষ পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।