ঐতিহ্যশালী মহমেডান স্পোর্টিং ক্লাব ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সোমবার আইএসএল ফুটবলে প্রথম খেলতে নামছে সাদা কালো ব্রিগ্রেড কিশোর ভারতী স্টেডিয়ামে। তারা লড়াই করবে ডুরান্ড কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তাই মহমেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশত অত্যন্ত সতর্ক সচেতন। তবুও তিনি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে তৈরি।
তারপরেই মহমেডানের কোচ চেরনিশভ কিছুটা চড়া গলায় বললো। গত মরশুমে আইলিগ ফুটবলে চ্যাম্পিয়ন দল আমরা। তাই চ্যাম্পিয়ন দলের মতন লড়াই করতে কোনও কার্পন্য দেখাবে না খেলোয়াড়রা। আমাদের কছে একটা ঐতিহাসিক ম্যাচ। প্রথম আইএসএল ফুটবলে খেলতে নামছে মহমেডান। সাদা কালো সমর্থকরা উদগ্রীব হয়ে রয়েছেন প্রথম সাক্ষাৎকারটা দেখবার জন্যে। সমর্থকদের আবেগকে মর্যাদা দিয়ে ম্যাচটা জিততে চাই। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে। তাই লড়াইটা একেবারে অন্য মাত্রায় পৌঁছে যাবে বলে বিশ্বাস।
আত্মবিশ্বাসী রাশিয়ান কোচ চেরনিশত বলেন, সাদা কালো ব্রিগেডে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছেন। দল গঠনে কর্মকর্তারা বড় পদক্ষেপ নিয়েছেন। সেইভাবে অনুশীলন বেশি দিন করা যায়নি। এখন দেখার বিষয় আইএসএল ফুটবলে ফুটবলাররা কেমন পারফরম করেন। এই মুহূর্তে সেইসব ভাবনাকে বিরাট করে দেখার কোনও কারণ নেই। তাই নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলে আক্রমণাত্মক ফুটবল খেলাটাই লক্ষ্য।
দলের নির্ভরযোগ্য ফুটবলার সামাদ আলি মল্লিক বিশঊবাল করেন আইএসএল ফুটবলে প্রথম খেলতে নামছে দল। তারপরে ডুরান্ড কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড দলের সঙ্গে মোকাবিলা করতে হবে। অবশ্যই কঠিন ম্যাচ। লড়াইটা অঙ্ক কষে করতে হবে। মহমেডান স্পোটিং শিবিরে চোট-আঘাতের সমস্যা আছে। মহম্মদ কাদিরি চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। তবে তরুণ ফুটবলাররা সেরা খেলা উপহার দিতে তৈরি।