শেষ ম্যাচে সামনে ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান। তাই নিয়ে সমালোচনা কম হয়নি মহামেডান কোচের। যদিও এখনও লিগ টেবিলে ইস্টবেঙ্গলের একধাপ উপরেই রয়েছেন সিজার মাঞ্জোকিরা। বুধবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় মহামেডান।
লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে সাদা-কালো শিবির। ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, ‘যে দলটা লিগ টেবলের দু’নম্বরে রয়েছে তাকে ভালো বলতেই হবে। তবে আমরাও টেবলে উঠে আসতে চাই। সেজন্য আমাদের ভালো খেলতেই হবে। অতীত নিয়ে আর ভাবতে চাইছি না। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।’
চোট পুরোপুরি না সারায় এই ম্যাচেও থাকছেন না সাদা-কালো ডিফেন্ডার জোসেফ আদজেই। এদিন মাঠে এসে রিহ্যাব করেন তিনি। অনুশীলন শেষে তিনি জানান, জামশেদপুর ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে। মহামেডানের জন্য ভালো খবর আরেক বিদেশি ফুটবলার কার্লোস ফ্রাঙ্কার সুস্থ হয়ে ওঠা।
পায়ে ফোস্কার জন্য মাঝে কয়েকদিন অনুশীলন করতে পারেননি তিনি। এখন পুরোদমে অনুশীলন করছেন। বুধবারের ম্যাচে খেলতে সমস্যা নেই তাঁর।