• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রয় কৃষ্ণকে নিতে চলেছে মহমেডান

নিজস্ব প্রতিনিধি— আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে আইএসএল ফুটবলে খেলবে মহমেডান স্পোর্টিং ক্লাব৷ তাই এখন থেকেই ভালো দল গঠন করবার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন কর্মকর্তারা৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে মোহনবাগান ক্লাবে খেলে যাওয়া গোল মেশিন রয় কৃষ্ণকে নেওয়ার কথা ভাবা হয়েছে মহমেডান ক্লাবে৷ তার জন্য কথাবার্তাও এক প্রস্ত হয়ে হয়ে গিয়েছে৷ মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি— আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে আইএসএল ফুটবলে খেলবে মহমেডান স্পোর্টিং ক্লাব৷ তাই এখন থেকেই ভালো দল গঠন করবার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন কর্মকর্তারা৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে মোহনবাগান ক্লাবে খেলে যাওয়া গোল মেশিন রয় কৃষ্ণকে নেওয়ার কথা ভাবা হয়েছে মহমেডান ক্লাবে৷ তার জন্য কথাবার্তাও এক প্রস্ত হয়ে হয়ে গিয়েছে৷ মোহনবাগান থেকে ছেড়ে যাবার পরে রয় কৃষ্ণ খেলেছেন সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’র হয়ে৷ বর্তমানে ওড়িশা এফসি’র হয়ে খেলছেন৷ রয় কৃষ্ণ যখন মোহনবাগানের হয়ে খেলেছেন সেই সময় আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সহজ করে দিয়েছিলেন তিনি৷ সালটা ২০১৯-২০৷ তার পরের বছর এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন এই রয় কৃষ্ণ৷

গত বছর বেঙ্গালুরু এফসি’র হয়ে খেলেছেন রয় কৃষ্ণ৷ অল্পের জন্য রয় কৃষ্ণের বেঙ্গালুরু দল চ্যাম্পিয়ন হতে পারেনি৷ তবে রানার্স আপ হয়েছিল আইএসএল ফুটবলে তারা৷ আইএসএল ফুটবলে যখন মহমেডান স্পোর্টিং ক্লাব খেলবে, তখন বিনিয়োগকারী সংস্থা স্বাভাবিকভাবে এগিয়ে আসবে সহযোগিতার হাত বাড়িয়ে৷ ইতিমধ্যেই রাশিয়ান কোচ আন্দ্রে চেরোনিশভ চাইছেন যে সব বিদেশি খেলোয়াড়কে নেওয়া হবে তাঁদের রেকর্ডসটা ভালো করে দেখে নিতে৷ আইলিগ চ্যাম্পিয়ন সাদা কালো শিবিরে তিনজন বিদেশি খেলোয়াড় রয়েছে৷ এঁরা হলেন অ্যালেক্সিস গোমেজ, মির্জালন কাশিমভ ও যোশেফ আদজাই৷ এই তিনজনকে রেখে আরও দু-তিনজনকে বাছাই করা হবে ভিন দেশের খেলোয়াড়দের মধ্যে৷ সেই তালিকায় অবশ্যই রয় কৃষ্ণও রয়েছেন৷ এদিকে জানা গিয়েছে রাশিয়ান কোচের সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে৷

ইতিমধ্যে মহমেডানের স্বচ্ছ ভারসার ফুটবলার ডেভিডকে ধরে রাখতে পারছে না৷ যতদূর সম্ভব জানা গিয়েছে, আগামী মরশুমে ডেভিড ইস্টবেঙ্গলে খেলবে৷ এ বাদেও আইলিগের খেলোয়াড়ের মধ্যে কয়েকজনকে বাছাই করে দলে রেখে দেওয়া হবে৷ আগামী মঙ্গলবার ১৬ আগস্ট আইলিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের বিশেষ সম্মান জানানো হবে৷ সেই সঙ্গে শান-এ-মহমেডান পুরস্কার দেওয়া হবে৷ এবারে এই পুরস্কার পাচ্ছেন দুই গোলরক্ষক অতনু ভট্টাচার্য ও ইউসুফ আনসারি৷