আই লিগ শুরু হওয়ার আগে ইনভেস্টর সমস্যায় আগেই জর্জরিত হয়ে রয়েছে মহমেডান স্পাের্টিং ক্লাব। এবার গােলরক্ষক সমস্যায় মহমেডান স্পাের্টিং ক্লাব। দলের গােলরক্ষক প্রিয়ন্ত সিংয়ের করােনা হওয়ায় দলের সঙ্গে বায়াে-বাবেলে নেই।
বেঙ্গালুরু ইউনাইটেড থেকে আসা কুনজাং ভুটিয়াকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে মহামেডান। ইস্টবেঙ্গল থেকে রফিক আলি সর্দারকে লােনে সই করানাের কথা থাকলেও শুভাশিস রায়চৌধুরীকে না পাওয়ায় তরুণ এই গােলরক্ষককে নিজের দলে ফেরাতে চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাওলার।
মহামেডানে হয়ে ইতিমধ্যেই বায়াে-বাবেল থেকে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ফেলেছেন রফিক। কিন্তু সাদা কালাে কর্মকর্তাদের গাফিলতিতে এখনও সই হয়নি তার।