তাহলে কি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ সিমার মহম্মদ শামি? আসলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরে বাংলা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলছেন। শুধু খেলছেন না, তিনি যে পুরোপুরি ফিট, তাও প্রমাণ করে দিয়ে বাংলার জয়কে নিশ্চিত করেছেন। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যেভাবে তিনি বল করেছেন, তাতে স্পষ্ট হয়ে উঠছে, খুব শীঘ্রই তাঁর ডাক আসছে ভারতীয় দলে। তাই বিমানের টিকিটের অপেক্ষায় তিনি রয়েছেন। জাতীয় ক্রিকেটে নির্বাচকরা শামির প্রতি চোখ রেখেছেন।
লাল বলের ক্রিকেটে শামির পারফরম্যান্স অনেককে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর অপেক্ষা করছেন, সিদ্ধান্তের ব্যাপারে। ইতিমধ্যেই বাংলার হয়ে সাতটি ম্যাচ খেলে ফেলেছেন শামি।
বাংলার হয়ে খেললেও শামিকে দেখভাল করার জন্য রাজকোটে ছিলেন বিসিসিআইয়ের দুই প্রতিনিধি। তাঁরা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফিট সার্টিফিকেট না দিচ্ছেন, ততক্ষণ চিন্তায় থাকতে হবে মহম্মদ শামিকে। শামির ওজন কিছুটা বেড়েছে। তাই শামিকেও ভাবতে হবে কীভাবে ওজনটাকে কমানো যায়। শামিকে এখন দেখে বেশ ভালোই দেখা যাচ্ছে। এনসিএ’র ফিট সার্টিফিকেটটার জন্য অপেক্ষায় মহম্মদ শামি।
অন্যদিকে খবর, দু-একদিনের মধ্যেই শামির ব্যাপারে নির্বাচকমণ্ডলীর সদস্যরা আলোচনায় বসতে চলেছেন। যদি আগরকরের হাতে ফিটনেস সার্টিফিকেট এসে যায়, তাহলে তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন শামি। শামিকে পাঠানোর ব্যাপারে সবকিছু তৈরি।শুধু এখন সিদ্ধান্তের অপেক্ষা। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ।