নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মা ব্রিগেড ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে৷ অবশ্য গ্রুপ ম্যাচ থেকে নকআউট পর্যায়ের প্রতিটি খেলায় ভারতীয় দল জিতেছে৷ কিন্ত্ত চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়ে ভারতকে হারতে হয়েছে৷ ভারতীয় দলে প্রথম তিনটি ম্যাচে দ্রুতগামী বোলার মহম্মদ শামির জায়গা হয়নি৷ হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়াতে সেই শূন্যস্থানটি ভরাট করেন মহম্মদ শামি৷ মহম্মদ শামির তখনও পায়ে একটা ব্যথা ছিল৷ সেই ব্যথা নিয়েই বল করেছেন প্রতিপক্ষ দলের বিরুদ্ধে৷ এমনকি ম্যাচ জেতার নায়ক হয়ে যান মহম্মদ শামি৷
কিন্ত্ত ফাইনাল খেলার পরেই গোড়ালির চোট এমন জায়গায় পৌঁছায়, যা পরবর্তী খেলাগুলিতে তাঁর পক্ষে অংশ নেওয়া সম্ভব হয়নি৷ এমনকি শামির পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করতে হয়৷ অস্ত্রোপচার করার পরে বেশ কিছুদিন রিহ্যাবে ছিলেন৷ তারপরে অনেকটা চোট কমে যাওয়ার পরে তিনি মাঠে ফেরেন৷ দেখা যায় স্বাভাবিকভাবে দৌড়ানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না৷ মহম্মদ শামি অনুশীলনে নেমে পড়লেন৷ অনেকটাই সুস্থ হয়েছেন৷ নেটে তিনি যখন বল করছেন, তখন কোচের কড়া নজরদারিতে রয়েছেন৷ কোমর পুরোপুরি এখনও ভাঙতে পারছেন না৷ বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করে থাকেন, তা দেখা যায়নি৷ রান-আপ অনেকটা কমিয়ে বল করছেন৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে খেলার উপরে জোর দিচ্ছে৷ মহম্মদ শামিকেও ঘরোয়া ক্রিকেট খেলতে হতে পারে৷ তার পরেই হয়তো ভারতীয় দলে তাঁর জায়গা হবে কিনা, তা নির্ভর করছে নির্বাচকদের উপরে৷