বেশ কিছুদিন মানসিকভাবে পিছিয়ে পড়েছিলেন বাংলার দ্রুতগামী বোলার মহম্মদ শামি। গতবছর ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট খেলারপ সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জাতীয় দল থেকে। তারপরে চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন। এমন কী মাঝে কথা উঠেছিল অস্ট্রেলিয়া সফরের শেষ দুটি টেস্ট ম্যাচের জন্যে মহম্মদ শামিকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা বাস্তবে রূপ পায়নি। তখন শামি কিছুটা ভেঙে পড়েছিলেন। তবুও আশা ছাড়েননি।
দীর্ঘ ১৪ মাসের যন্ত্রণার অবসান ঘটল। মহম্মদ শামিকে আবার ভারতীয় দলে খেলতে দেখা যাবে। এবারে ডাক পেলেন ভারতে খেলতে আসা টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড দলের বিরুদ্ধে। বল করবার জন্যে মহম্মদ শামি। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। তার প্রথম ম্যাচটা হবে ২২ জানুয়ারি কলকাতার ইডেন উদ্যানে। ওই ম্যাচে কলকাতার দর্শকরা ২২ গজের উইকেটে বল করতে দেখতে পাবেন মহম্মদ শামিকে। শামিকে ডাকার অর্থ তিনি নির্বাচকদের চোখে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল গঠনের অঙ্ক। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে যদি ভালো বল করতে পারেন তাহলে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যাবে।
এবারে দলগঠনে ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের জায়গা বেশি হয়েছে। সেই অর্থে তারকা ক্রিকেটারদের বাইরে থেকে ইংল্যান্ডের বিপক্ষে খেলানোর ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হার্দিক পাণ্ডিয়াকে পরীক্ষার সামনে থাকতে হবে। নিজেকে প্রমাণ করতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কোনও জায়গা হবে না। বাদের তালিকায় রয়েছেন টি-টোয়েন্টি ভারতীয় দলে উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেই জায়গায় এসেছেন সঞ্জু স্যামসন। এমন কী ভারতীয় দলে রাখা হয়নি শুভমান গিলকে। ডাক পেলেন রিঙ্কু সিং। দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। সহ অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল।
ভারতীয় দল—সূর্য কুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক) অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়া, তিলক শর্মা, নীতিশ রেড্ডি, রিঙ্কু সিং, হর্ষিত রানা, আর্শদীপ সিং, সিংভি বরুন, রবি বৈষ্ণোই, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ শামি।