পাকিস্তান ক্রিকেটে ঝামেলার খবর নতুন কিছু না। এবার পাকিস্তান ক্রিকেটে ঝামেলার খবর নিয়ে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়ে বিস্ফোরক রিজওয়ান। পাক বোর্ডের আচরণে এতটাই ক্ষুব্ধ যে, তিনি নাকি অধিনায়কত্ব ছেড়ে দিতে চান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সফর থেকে বাদ দেওয়া হয়েছিল রিজওয়ান এবং বাবরকে। রিজওয়ানকে সরিয়ে সলমন আগাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও হারের রেকর্ড বেড়েছে বই কমেনি। জানা গিয়েছে যে কিছু না জানিয়েই নাকি বাদ দেওয়া হয়েছিল রিজওয়ান ও বাবরকে। পাকিস্তান অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র এক সংবাদমাধ্যমকে জানায়, ‘কিছু না জানিয়েই টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানদের বাদ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে পরিষ্কারভাবে জানতে তিনি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান।’
সূত্রের খবর অনুযায়ী, দল নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ ক্ষমতা চেয়েছিলেন রিজওয়ান। তাঁর দাবি মানা না হলে ওয়ান ডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুমকিও পর্যন্ত দিয়েছিলেন তিনি। এরপরও, অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের সাথেও নাকি ঝামেলা হয়েছিল রিজওয়ানের। পাক অধিনায়ক নাকি প্রথম দু’টি ওয়ানডে’তে পাঁচ বোলার নামাতে চেয়েছিলেন। আর এ নিয়েই নাকি বচসা বাঁধে তাঁদের মধ্যে।