ভারতের কাছে হারটা থেকে শিক্ষা নিয়ে সিরিজে কামব্যাক করতে চাই মন্তব্য মঈন আলির

Sometimes you learn more from losing games, says England’s Moeen Ali

ভারতকে ঘরের মাঠে একটি মাত্র টেস্টে হারিয়ে টেস্ট সিরিজে হেরে যাওয়ার হাত থেকে রক্ষা পেলেও ইংলিশ ক্রিকেটাররা লাল বলের ক্রিকেটে যে আধিপত্য বজায় রাখতে পেরেছিল সাদা বলের ক্রিকেটে খেলতে নেমে তারা সেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারছেন না।

টি-টোয়েন্টি সিরিজের প্রথমেই হার। এবং তারপর একদিনের ক্রিকেটের শুরুতেই মুখ থুবড়ে পড়তে হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

সেখানে সাদা বলের দায়িত্ব পাওয়ার পর অধিনায়ক জস বাটলারও কিছুটা মন খারাপ করে বসে রয়েছেন।


কারণ জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর তিনি কাজের কাজটা করতে পারলেন না এবং ভালো করে অধিনায়কের যাত্রাটাও শুরু করতে পারলেন না।

এদিকে মঈন আলি কিন্তু এই হারটাকে অন্যভাবে দেখছেন। তিনি বলেন, আমরা সবসময় নেগেটিভ ভাবি।

কিন্তু এটাকে পজিটিভ করে ভাবা উচিত। আমরা হেরেছি বলেই আমাদের ভুলত্রুটিগুলো পেরেছি।

এবং দ্বিতীয় ম্যাচে খেলতে আমরা ধরতে নামার আগে আমরা আমাদের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে কামব্যাক করব সিরিজে সেটা আমি এখন থেকে নিশ্চিতভাবে বলতে পারি।