• facebook
  • twitter
Monday, 16 September, 2024

আমেরিকার ইতিহাসে নজির গড়লেন মেসি

মায়ামি– লিয়োনেল মেসি ও রেকর্ড যেন সমার্থক হয়ে গিয়েছে৷ খেলতে নামলেই একের পর এক নজির গডে়ন তিনি৷ এবার আমেরিকার মেজর সকার লিগে ইতিহাস গড়লেন মেসি৷ দ্রুততম হিসাবে কীর্তি গড়লেন ইন্টার মায়ামির হয়ে খেলা ফুটবলার৷ মেজর সকার লিগে সেন্ট লুইস সিটি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছেন মায়ামি৷ এই তিন গোলের মধ্যে একটি গোল করেছেন মেসি৷ বক্সের

মায়ামি– লিয়োনেল মেসি ও রেকর্ড যেন সমার্থক হয়ে গিয়েছে৷ খেলতে নামলেই একের পর এক নজির গডে়ন তিনি৷ এবার আমেরিকার মেজর সকার লিগে ইতিহাস গড়লেন মেসি৷ দ্রুততম হিসাবে কীর্তি গড়লেন ইন্টার মায়ামির হয়ে খেলা ফুটবলার৷

মেজর সকার লিগে সেন্ট লুইস সিটি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছেন মায়ামি৷ এই তিন গোলের মধ্যে একটি গোল করেছেন মেসি৷ বক্সের বাইরে বল পেয়ে মেসি তা বাডি়য়ে দেন জর্ডি আলবার উদ্দেশে৷ আলবা তা আবার ফেরত পাঠান মেসিকে৷ বক্সের ভিতর ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি৷

চলতি মেজর সকার লিগে সব মিলিয়ে ২৫টি গোলের ক্ষেত্রে অবদান রয়েছে মেসির৷ মাত্র ১২টি ম্যাচে এই কীর্তি করেছেন মেসি৷ তিনি করেছেন ১২টি গোল৷ করিয়েছেন ১৩টি৷ আমেরিকার লিগে এক মরসুমে এত কম ম্যাচে ২৫টি গোলে অবদান অন্য কোনও ফুটবলারের নেই৷

তালিকায় মেসির পরে রয়েছেন কার্লোস ভেলা৷ ২০১৯ মরসুমে ১৬টি ম্যাচে এই কীর্তি করেছিলেন তিনি৷ ১৯৯৮ সালে কবি জোনস ১৮, ২০০১ সালে দিয়েগো সের্না ১৯, ২০১৩ সালে রবি কিন ২০ ও ২০১৮ সালে ল্যান্ডন ডোনোভান ২০টি ম্যাচে এই কীর্তি করেছিলেন৷ তাঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন মেসি৷

চলতি মরসুমে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে মায়ামি৷ ১৮টি ম্যাচের মধ্যে ১০টি জিতে ৩৫ পয়েন্ট তাদের৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি৷ ৩৩ পয়েন্ট তাদের৷ তবে মায়ামির থেকে দু’টি ম্যাচ কম খেলেছে তারা৷