৪৫ দিন বাদে অনুশীলনে মেসি

অনুশীলনে ফিরলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে চোট পাওয়ার পরেই লিওনেল মেসি বিশ্রামে চলে গিয়েছিলেন। টানা ৪৫ দিন বাদে ফিট হয়ে অনুশীলনে মাঠে নেমে পড়লেন লিওনেলমেসি। ইন্টার মায়ামি দলের হয়ে অনুশীলনে নামতেই মেসিকে দেখতে সমর্থকদের ভিড় আছড়ে পড়ে। শুধু অনুশীলন দেখার জন্য মেসির ফুটবল ভক্তরা এইভাবে মাঠে আসতে পারেন, তা কল্পনার বাইরে ছিল। মেসিকে দেখে সবাই খুশি। মেসি নিজেও দর্শকদের এই ভালোবাসা পেয়ে আপ্লুত। তিনি যখন মাঠে নামচিলেন, তখন চারদিক থেকে তাঁর উদ্দেশ্যে চিৎকার শোনা গিয়েছে। হাততালিতে মুখর হয়ে উঠেছিল সারা মাঠ।

তবে, মেসি খুব একটা সময় ব্যয় করেননি অনুশীলনে। তাঁর অনুশীলন দেখে বোঝা যাচ্ছিল পুরোপুরি তিনি এখনও ফিট হয়ে উঠতে পারেননি। তাই ক্লাবের হয়ে কবে তিনি মাঠে নামবেন, সেকথা স্পষ্ট করেননি কর্মকর্তারা। তবে, চিকিৎসকরা এখনই মেসির ব্যাপারে নিশ্চিত নন। তাঁরাও বলতে পারছেন না, দলের হয়ে কবে মাঠে নামবেন। এখনই কোনও ঝুঁকি নিতে চাইছেন না কেউই। যতক্ষণ দরকার হবে, ততক্ষণ মেসিকে সময় দেওয়া হবে পুরোপুরি ফিট হওয়ার জন্য।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৫ জুলাই কোপা আমেরিকা কাপ ফুটবল ফাইনালে প্রথম পর্বে চোট পেয়ে তিনি মাঠ ছেড়েছিলেন। তারপরে দ্বিতীয় পর্বে খেলতে নামলেও বেশিক্ষণ মাঠে ছিলেন না। ৬৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার ডানপায়েল গোড়ালিতে চোট পাওয়ায় মাঠ ছেড়ে চলে যান। চোট পাওয়ার পরে রিজার্ভ বেঞ্চে বসে মেসিকে কাঁদতে দেখা গিয়েছিল। হয়তো তিনি ভাবছিলেন, দলের এই অবস্থায় ফাইনালে বাজিমাত করতে পারবে কিনা। অর্থাৎ হারের হতাশার কাছেই বারবার ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত মেসির মুখে হাসি দেখতে পাওয়া যায়।


লাউতারো মার্টিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা ফুটবলে খেতাব জিতে নেয় আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে। আর্জেন্টিনাকে দুটো ম্যাচ খেলতে হবে। সেই দুটো ম্যাচে লিওনেল মেসি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহের জাল বোনা হচ্ছে। সবাই অপেক্ষা করছেন, মেসি কি সত্যিই বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় অংশ নিতে পারবেন?