আবার হতাশায় ভেঙে পড়লেন লিওয়েন মেসিরা। মেসিরা একটা ম্যাচ জিতলেও, পরের ম্যাচে হেঁচট খেতে হচ্ছে। রিয়াল বােটসকে হারানাের পরে বুধবার রাতে কোপা ডেল-রে-র শেষ চার ম্যাচে রোনাল্ড কোমানের দল ধাক্কা খেল । প্রথম পর্বের খেলায় বার্সেলােনাকে হৱ স্বীকার করতে হল সেভিয়ার কাছে। সেভিয়া জিতল ২-০ গােলের ব্যবধানে।
এই হারের ফলে মেসিদের কাছে ফাইনাল খেলা বেশ কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারের অন্যতম বাইশ বছরের জুলক কোউন্ত। জুলক অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বার্সেলােনার তিন। রক্ষণভাগের খেলায়াড়কে টপকে গােল করে সেভিয়াকে এগিয়ে দেন।
আর দ্বিতীয়ার্ধে গােলের ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। শুধু হেরে যাওয়া নয়, মেসির ৯০০ তম ম্যাচে রেফারির দয়ায় সার্টিং অর্ডার এড়ালেন। মেসি এদিন মাঠে যে কাজটা করেছেন, তাতে অবশ্য রেফারি লালকার্ড দেখাতে পারতেন।
তিনি যেভাবে সেভিয়ার মাঝমাঠের খেলােয়াড় জোয়াও জর্ডানের সঙ্গে মেসি আচরণ করেছেন তা ভাবা যায়নি। দল পিছিয়ে পড়লে মেসির হতাশার বহিঃপ্রকাশ ঘটে। কীভাবে সময় নষ্ট করবেন তা নিয়ে ইচ্ছাকৃতভাবে বল হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন ফ্রিকিক নেওয়ার আগে। আগামী ৪ মার্চ ফিরতি লেগের খেলায় মুখােমুখি হবে সেভিয়ার মাঠে মেসিরা।