‘মানসিকভাবে বিধ্বস্ত’, মেনে নিলেন অধিনায়ক রোহিত

ফাইল চিত্র

মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়া সফরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আসলে তাঁর ব্যাট থেকে যেমন রান আসছে না, তেমনই আবার দলকে নেতৃত্ব দিতে গিয়েও হারের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই অধিনায়ক রোহিত লড়াই থেকে বারবার পিছিয়ে পড়ছেন। তিনি যা করছেন, সব ভুল করছেন। তাই নিজের দিকে নজর দিতে হবে, এমন মনোভাব প্রকাশ করেছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্ট ম্যাচে পার্থের মাঠে অধিনায়ক নন, দলেই ছিলেন না তিনি। তাই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের অধিনায়কের ব্যাটনটা হাতে নেওয়ার পরে ব্যর্থ হন। পরাস্ত হয় ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে। স্বাভাবিকভাবে তিনি কিছুটা মানসিকভাবে পিছিয়ে পড়েন।

রোহিত শর্মা কিছুতেই উইকেটে বেশিক্ষণ থাকতে পারছেন না। তিন টেস্টে রোহিতের নামের পাশে মাত্র ৩১ রান। সেখানে যশপ্রীত বুমরা একাই নিয়েছেন ৩০টি উইকেট। রোহিতের টেস্ট অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। অধিনায়ক বা ব্যাটসম্যান হিসাবে তিনি কোথায় দাঁড়িয়ে? মানসিক ভাবেও কি ঠিক জায়গায় আছেন? এইরকম প্রশ্ন বার বার উঠে আসছে।

মেলবোর্ন টেস্টের পর রোহিত বলেছেন, ‘আমি জানি কোথায় দাঁড়িয়ে। অতীতের কথা ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই।। কিছু ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। অধিনায়ক হিসাবে বেশ হতাশ, তা নিয়ে কিছু বলার নেই।’


এর পরেই আক্ষেপের সুরে রোহিত বলেন, ‘অনেক কিছুই করার চেষ্টা করছি। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানসিক ভাবে হতাশ হওয়া স্বাভাবিক। কী আর করা যাবে। পরিস্থিতি এখন এমনই।” অবসরের জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি রোহিত। তিনি বলেছেন, ‘দল হিসাবে অনেক কিছুর দিকে নজর দিতে হবে। ব্যক্তিগত ভাবে আমিও কয়েকটা জিনিস নিয়ে ভাবছি। দেখা যাক কী হয়। আর একটা ম্যাচ বাকি। ভাল খেলতে পারলে ২-২ করতে পারব। তাহলে সিরিজ় ড্র হয়ে যাবে।’ মঙ্গলবার সিডনির উদ্দেশে রওনা দিচ্ছে ভারত। পরের টেস্টের আগে মাত্র দু’দিন সময় হাতে। রোহিত মেনে নিচ্ছেন, প্রস্তুতির সময় কম পাবেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট সময় নেই। তবে হাল ছাড়তে রাজি নই। সিডনিতে খেলতে নামার সময় প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়া এসে খেলা মোটেই সহজ কাজ নয়। সিডনিতে আর একটা সুযোগ রয়েছে আমাদের সামনে।’

মেলবোর্নে টানা বল করতে করতে এক সময়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন যশপ্রীত বুমরা। রোহিতও মেনে নিয়েছেন, বুমরাকে দিয়ে বেশি বল করিয়ে ফেলেছেন। তিনি আরও বলেন, ‘সত্যি বলতে ও অনেক বল করেছে। প্রতিটা টেস্টেই বোলারদের ওয়ার্কলোডের বিষয়টা আমাদের মাথায় থাকে। তবে কোনও বোলার ফর্মে থাকলে তাঁকে একটু বেশি ব্যবহার করতেই হয়। সেটাই করেছি বুমরার ক্ষেত্রে।’

নীতীশ রেড্ডির ভূয়সী প্রশংসা করেছেন রোহিত। বলেছেন, ‘প্রথম বার দেখার পরেই বুঝেছিলাম ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তার জন্যই দলে এসেছে। সেটা নীতীশ দেখিয়ে দিয়েছে। অসাধারণ ব্যাট করেছে। ভারতে প্রতিভার অভাব নেই। এখনই বলতে চাই না ও কত দূর যাবে। তবে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার প্রতিভা ওর মধ্যে রয়েছে। ভারতীয় ক্রিকেটে তরুণ খেলোয়াড়রা সবসময়ই বড় ভূমিকা নিয়ে দলের অবস্থানকে বুঝিয়ে দেন। তার জন্য আমরা গর্ব অনুভব করি।’