ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপের নাম উঠলেই ফুটবল জগতে শিহরণ ওঠে। চলতি মরসুমেই প্যারিস সঁ জরমঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়েছেন কিলিয়ান এমবাপে। পুরনো ক্লাবের কাছ থেকে বকেয়া বাবদ ৪৮৩ কোটি টাকা পাবেন তিনি।
ঝামেলা হয়েছিল পুরনো ক্লাবের সঙ্গে। ফলে চলতি মরসুমেই প্যারিস সঁ জরমঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়ালে যাওয়ার পরে এমবাপে অভিযোগ করেছিলেন, পিএসজির কাছে বেতন বকেয়া রয়েছে তাঁর। এমবাপের দাবির বিরুদ্ধে ফরাসি ফুটবল সংস্থায় আবেদন করেছিল ক্লাব। সেই আবেদন ধোপে টেকেনি। ফলে পুরনো ক্লাবের কাছ থেকে বকেয়া বাবদ ৪৮৩ কোটি টাকা পাবেন এমবাপে।
ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে অভিযোগ করেছিলেন, এপ্রিল, মে ও জুন মাসের বেতন ও বোনাস বকেয়া রয়েছে। পাশাপাশি ক্লাবের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল তার এক তৃতীয়াংশ টাকাও বাকি রয়েছে। পিএসজি সেই টাকা তাঁকে দিচ্ছে না।
এমবাপের অভিযোগের পর পিএসজিকে নোটিস পাঠিয়েছিল ফরাসি ফুটবল সংস্থা। তাদের বলা হয়েছিল, ১০ দিনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে। পিএসজি দাবি করেছে, ২০২৩ সালের আগস্ট মাসে এমবাপেই নাকি বকেয়া টাকা মকুবের প্রস্তাবে রাজি হয়েছিলেন। কিন্তু ফরাসি ফুটবল সংস্থার নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেনি পিএসজি। ফলে তাদের আবেদন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে পিএসজিকে নির্দেশ দেওয়া হয়েছে, পুরো ৪৮৩ কোটি টাকা মেটাতে হবে তাদের।
তবে নতুন ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়েও খুব একটা ভাল অবস্থায় নেই এমবাপে। তিনি নাকি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন এমবাপে।
ইউরো কাপের পর স্টকহোমে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে ধর্ষণে নাম জড়িয়েছে তাঁর। সেই মামলা চলছে আদালতে। ক’দিন আগেও যিনি দলের অধিনায়ক ছিলেন তাঁকে পর পর দু’বার বাদ দিলেন কোচ দিদিয়ের দেশঁ। সেই ঘটনাও খুশি করতে পারেনি এমবাপেকে। স্বাভাবিক মানসিকভাবে কোনও ফুটবলার ভেঙে পড়লে তাঁর কাছ থেকে ভালো খেলা আশা করা যায় না। তাই মাঠে নেমেও যে এমবাপে পুরোনো ছন্দে নিজেকে তুলে ধরতে পারবেন তা হলফ করে বলা যাচ্ছে না।