• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

জোড়া গোলে রোনাল্ডোকে স্পর্শ করলেন এমবাপে

গিরোনোর মুখোমুখি হয় হ্যান্সি ফ্লিকের দল। পেনাল্টি থেকে খেলার শুরুতেই এমবাপে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন।

ফাইল চিত্র

একেই বলে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের দুরন্ত খেলা। এমবাপের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ লা লিগা ফুটবলে নেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার পাশে নাম লিখিয়ে ফেলল। সান্তিয়াগো বার্নারাউতে রুদ্ধশ্বাস ম্যাচে কার্লো অ্যান্সেলত্তির দল পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বে ম্যাচে ফেরে। রিয়াল মাদ্রিদের এই জয়ে বার্সেলোনা বেশ চাপে পড়ে গেল।

রবিবার গিরোনোর মুখোমুখি হয় হ্যান্সি ফ্লিকের দল। পেনাল্টি থেকে খেলার শুরুতেই এমবাপে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। প্রথম পর্বেই ডিয়াগো গার্সিয়া ও দানি রাবারের গোলে এগিয়ে যায় লেগানেস দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই জুড বেলিংহামের গোলে খেলায় সমতা ফিরে আসে। সমতা ফিরে আসতেই রিয়াল মাদ্রিদ আরও উজ্জীবিত হয়ে আক্রমণ গড়ে তোলে প্রতিপক্ষ দলের বিপক্ষে। ৭৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত ফ্রি-কিক থেকে গোলকরে এমবাপে জয় এনে দেন রিয়াল মাদ্রিদকে। লা লিগার লিগ টেবলে শীর্ষে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দু’দলের সমান পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে।

এসপ্যানিয়লের বিরুদ্ধে অ্যাটলেটিকোর খেলাটি ড্র হয়ে যায়। পিছিয়ে পড়েছে অ্যাটলেটিকো। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ অ্যান্সেলত্তি বলেন, এমবাপে যেভাবে পার্থক্য গড়ে দিচ্ছে, তা অবশ্যই একটা ভালো দিক। এমবাপে জোড়া গোল দিয়ে ৪৪ ম্যাচে ৩৩টি গোল করার কৃতিত্ব দেখালেন। যা কিনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের প্রথম মরশুমের গোল সংখ্যার সমান।