• facebook
  • twitter
Wednesday, 11 December, 2024

এমবাপে গোল করে নজির গড়লেন, মাঠে থাকলেন মাত্র ৩৫ মিনিট

চ্যাম্পিয়ন্স লিগে ৭৯টি ম্যাচে ৫০টি গোল করে ফেললেন এমবাপে। দ্রুততম ৫০ গোলের নিরিখে বিচার করলে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন।

খেলার বিশেষ মুহূর্তে এমবাপে।

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন মাত্র ৩৫ মিনিট তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ওই ৩৫ মিনিটে তাঁর খেলা দেখে মনে হয়েছে, পুরনো ছন্দে ফিরে আসাটা তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। সাধারণত সমর্থকরা যেভাবে এমবাপেকে দেখতে চান, ঠিক সেইভাবেই দেখতে পেয়ে তাঁরা দারুণ খুশি। আটলান্টার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ২-৩ গোলে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের প্রথম গোলটি করেছিলেন ফ্রান্সের দুরন্ত ফুটবলার কিলিয়ান এমবাপে। খেলার ১০ মিনিটের মধ্যেই তিনি গোল করে দলের জয়ের পথকে চওড়া করার প্রয়াস নেন। তারপরেও তিনি একাধিকবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। অবশ্য গোল করা থেকে তিনি সাফল্য পাননি।

চ্যাম্পিয়ন্স লিগে ৭৯টি ম্যাচে ৫০টি গোল করে ফেললেন এমবাপে। দ্রুততম ৫০ গোলের নিরিখে বিচার করলে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন। ৫০ গোল করার ক্ষেত্রে রোনাল্ডো ৯১টি ম্যাচ খেলেছিলেন। আর এই তালিকায় প্রথম তিনজনের মধ্যে রয়েছেন রুড ভ্যান, লিওনেল মেসি ও রবার্ট লেভানডস্কি। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৫০ গোলের মালিক হয়ে গেলেন এমবাপে। আর সর্বকনিষ্ঠ ৫০ গোলের প্রথম মালিকের নাম হল লিওনেল মেসি। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন রোনাল্ডো। তিনি ২৮ বছর দুই মাস ৭ দিন বয়সে পঞ্চাশতম গোল করেছিলেন। কিন্তু এবারে ফরাসি তারকা লিওনেল মেসি ২৫ বছর ১১ মাস ২০ দিনে রোনাল্ডোকে পিছনে ফেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগে টানা দু’টি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। খেললেন কিলিয়ান এমবাপে। অবশ্য তিনি পুরো সময় খেলেননি। মঙ্গলবার রাতে তারা ৩-২ হারিয়েছে আটালান্টাকে। তবে জয়ের দিনেও কিলিয়ান এমবাপের চোট চিন্তায় রাখল স্পেনের দলটিকে। জিরোনাকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে শীর্ষেই থাকল লিভারপুল। জিতেছে বায়ার্ন মিউনিখ, প্যারিস সঁ জরমঁ, বেয়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলাও। ৩৬ দলের পয়েন্ট তালিকায় ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আটালান্টা।

ম্যাচের ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। তবে কিছু ক্ষণ পরেই চোটের কারণে মাঠ ছেড়ে চলে যান। পেনাল্টি থেকে সমতা ফেরান আটালান্টার চার্লস দে কেটেলায়েরে। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম রিয়ালের ব্যবধান আরও বাড়ান। একটি গোল শোধ করেন আদেমোলা লুকমান। তবে শেষের দিকে রিয়াল গোলকিপার কুর্তোয়া বেশ কয়েকটি ভাল সেভ না করলে তিন পয়েন্ট পাওয়া কঠিন হয়ে যেত রিয়ালের। ম্যাচের পর এমবাপেকে নিয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘এমবাপের কুঁচকিতে চোট লেগেছে। মনে হয় না সেটা গুরুতর।’

অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বায়ার্ন। শাখতার ডোনেৎস্ককে তারা ৫-১ গোলে হারিয়েছে। কেভিনের গোলে এগিয়ে গিয়েছিল শাখতারই। কনরাড লেমার সমতা ফেরান। টমাস মুলার বায়ার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল মাইকেল ওলিসের। একটি গোল জামাল মুসিয়ালার।

চ্যাম্পিয়ন্স লিগে চমক দিয়েই চলেছে অ্যাস্টন ভিলা। তারা ৩-২ হারিয়েছে আরবি লাইপজিগকে। দ্বিতীয়ার্ধে জন ডুরান এবং রস বার্কলি গোল করে নায়ক হয়ে গিয়েছেন। শুরুতে জন ম্যাকগিন ভিলাকে এগিয়ে দিলেও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের ভুলে সমতা ফেরান লোইস ওপেনডা। দ্বিতীয়ার্ধে ডুরানের গোলের পর বাউমগার্টনারের গোলে আবার সমতা ফেরায় লাইপজিগ। জয়সূচক গোল বার্কলের। ক্রমেই চ্যাম্পিয়ন্স লিগ জমে উঠেছে।