এমবাপে ফাঁস করে দিলেন পিএসজি’র না খেলানোর ছক

প্যারিস– দলবদল করেছেন কিলিয়ান এমবাপে৷ ফ্রান্স ছেডে় স্পেনে পা দিয়েছেন তিনি৷ প্যারিস সঁ জরমঁ ছেডে় রিয়াল মাদ্রিদে সই করেছেন এমবাপে৷ নতুন দলে গিয়ে পুরনো দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি৷ এমবাপের অভিযোগ, পিএসজি তাঁকে মাঠেই নামতে দিচ্ছিল না৷

এমবাপে জানিয়েছেন, পিএসজিতে তিনি অখুশি ছিলেন না৷ কিন্ত্ত দলের কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না৷ এমবাপে বলেন, ‘আমি খুশি ছিলাম না৷ এ কথা না বললে ফরাসি সমর্থকদের অপমান করা হবে৷ কিন্ত্ত কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছিলাম না৷ তার পরেও যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেছি৷ দলের কোচ ও সতীর্থেরা আমাকে সাহায্য করেছে৷ কিন্ত্ত ওখানে আর থাকতে পারছিলাম না৷’

ঠিক কী সমস্যা তাঁর হচ্ছিল সে কথাও জানিয়েছেন এমবাপে৷ তিনি বলেন, ‘ক্লাব কর্তারা আমাকে জানিয়ে দিয়েছিলেন যে আমাকে ওরা মাঠে নামতে দেবেন না৷ কোচ লুইস এনরিকে আমাকে বাঁচিয়েছিল৷ নইলে পিএসজির হয়ে আর মাঠেই নামতে পারতাম না৷ এর পরে কী ভাবে ওই ক্লাবের হয়ে খেলতাম? পিএসজি ছাড়লেও দলের সমর্থকদের খুব মিস্ করছি৷’


এমবাপের রিয়ালে যোগ দেওয়া নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলছিল৷ অবশেষে সোমবার রাতে রিয়াল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেয় যে এমবাপে সেখানে যোগ দিয়েছে৷ ক্লাবের সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি হয়েছে৷

রিয়ালে যোগ দেওয়ার পরে সমাজমাধ্যমে এমবাপে লেখেন, ‘একটা স্বপ্ন সত্যি হল৷ স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত৷ আমি এখন কতটা উত্তেজিত সেটা কারও পক্ষে বোঝা সম্ভব নয়৷ মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না৷ আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ৷’